মৃত্যুর পর পার্রি গেইট এ সেন্ট পিটার নারী পুরুষ সবাইকে একটাই প্রশ্ন করছে। যারা সততার সাথে উত্তর দিচ্ছে তাদের হেভেন এ বাড়ি ও গাড়ি দিয়ে দেয়া হচ্ছে। এবং কেউ মিথ্যা বললে তাকে হেল এ পাঠানো হচ্ছে।
যাইহোক্…….
তিন বন্ধু একসাথে সে সেন্ট পিটারের কাছে গেলো…..
সেন্ট পিটার ১ম জনকে প্রশ্ন করলো….
“তুমি পৃথিবীতে থাকতে তোমার স্ত্রীকে কতো বার ধোকা দিয়েছো?”
-> মাই লর্ড। আমি পৃথিবীতে থাকতে এক মুহূর্তের জন্যও আমার স্ত্রী কে ধোকা দেইনি।
সেন্ট পিটার গেবরিয়েলকে হিস্ট্রি চেক্ করতে বললেন এবং গেবরিয়েল জানালো সে সত্য বলেছে।
তখন, সেন্ট পিটার তাকে একটা রাজপ্রাসাদ ও ১০০ টা হাই ক্লাস ব্রন্ডের গাড়ি উপহার দিয়ে হেভেন এ পাঠালেন।
২য় জনকে একি প্রশ্ন করলে সে বললো, “আমি পৃথিবীতে থাকতে মোট ৫ বার আমার স্তীকে ধোকা দিয়েছি।”
এর সত্যতা খুঁজে পেয়ে, সেন্ট পিটার বললো….তুমি সত্য বলেছো, কিন্তু যেহেতু তুমি অপরাধ করেছিলা তাই তোমাকে ১০টা নরমাল কার আর ১০০ রুম বিশিষ্ট একটি বাড়ি দিলাম।
৩য় জন পৃথিবীতে তার স্ত্রীকে ৫০ বার ধোকা দিয়েছে, বাট্ সত্য বলার কারনে সেন্ট পিটার তাকে দুইটা গাড়ি আর একটা ১০ রুম বিশিষ্ট বাড়ি দিলো……..
তারা নিজেদের গাড়ি নিয়ে ঘুরতে গেলো হেভেন। ঘন্টা খানিক পর….১ম বন্ধ মন খারাপ করে গাছের নিচে বসে আছে দেখে বাকী দুজন বললো……
“” কি হে বন্ধু, তুমি এতো দামি দামি গাড়ি আর রাজপ্রাসাদ পেয়েও মন খারাপ করে বসে আছো কেনো? কি হয়েছে তোমার???””
১ম বন্ধু তখন কাঁদতে কাঁদতে বললো…….
“” কিছুক্ষণ আগে আমার ওয়াইফ কে দেখলাম একটা কুঠুরির মতো ঘর থেকে বাইসাইকেল নিয়ে বের হলো এবং হেভেন এ ঘুরতে গেলো!””
…………………… 😛
Leave a Reply