এক মেয়ে বললো….
-> ভাইয়া, রংধনু শপিংমল টা কোন্ দিকে?
-> সোজা ৫০ মিটার গিয়ে একটা রাস্তা পাবেন সেখান থেকে বাম দিকে ১৫০ মিটারের মতো গেলেই হাতের ডান পাশের বিল্ডিং টা।
-> আচ্ছা সিএন জি নিলে কতক্ষণ লাগবে?
মেজাজটা গরম হয়ে গেলো….পাক্কা ৪৫ সেকেন্ড নীরব থেকে মাথা ঠান্ডা করে তাকিয়ে দেখি উনি তখনো জিজ্ঞাসু চোখে তাকিয়ে আছে……
বললাম, হেঁটে গেলে ৫ মিনিট লাগবে। আর সিএনজি তে গেলে ৩০ মিনিট লগবে। আপনি এক কাজ করেন একটা হেলিকপ্টার ভাড়া করেন, ঘন্টা খানেক এর মধ্যেই পৌঁছে যাবেন।…. কি বুঝলো কে জানে….সে তখন সিএনজি খুঁজতেছিলো।
………আমি অবাক হলাম। উনি কি ছোট বেলায় ১০০মিটার দৌড় প্রতিযোগিতায় কখনো নামে নি?
Dr.R.h. royal
Leave a Reply