একজন দাঁতের ডাক্তার দাঁত তুলতে তুলতে রোগীকে বললো, দেখুন এ্যানেস্থেসিয়া দিয়েছি, আপনি ব্যাথা পাচ্ছেন না। কিন্তু দয়া করে আমার জন্য একটু জোরে জোরে চিল্লানি দেন প্লিজ।
রোগী অবাক হয়ে….কি বলছেন স্যার…? চিল্লাবো কেনো??
ডাক্তার : বাইরে অনেক রোগী সিরিয়াল দিয়েছে। কিন্তু আর বিকেল চারটায় খেলা আছে। আমি খেলাটা মিস করতে চাই না। আপনি জোরে জোরে চিল্লানি দেন। কিছু রোগী ভয়ে ভেগে যাবে…তাহলে আমিও চারটার সময় ফ্রী হয়ে যাবো…… 😛
Leave a Reply