খালাতো ভাই, ডাক্টার। আমি তখন সেকেন্ড ইয়ার এ পড়ি। বাসায় গেলাম বেড়াতে। ডাক্টার ভাই ও আসলেন।
ভাবি (বুড়ির মা) তখন বুড়ির নানী বাড়ি। বুয়া রান্না করে চলে গেছেন। খেতে বসবো, দেখি সালাদ নেই।
ভাই (বুড়ির বাবা), ডাক্টার ভাইকে দেখিয়ে….
“”” তুই টমেটো কাট”” আমাকে দেখিয়ে….”””তুই পিঁযাজ-মরিচ কাট আর সরিষার তেল আন…..”””
আমরা দুজন চুপচাপ উঠে….. সালাদ করতে গেলাম।
রান্না ঘরে……ডাক্টার সাহেব বললেন…….
“”” তোর কি ধারনা, অনেক বড় ডাক্টার হবি, আর বাসায় বসগিরি করবি? বাসায় বসে পায়ের ওপর পা তুলে খাবি? চলবে না, বসগিরি সব বাইরে….”””
“মনে রাখবি, বাসা মানে তুই সেই ছোট্ট ভাই, ছোট্ট ছেলে, ছোট্ট একটা মানুষ……..”
Leave a Reply