হোস্টেল এ একদিন চাইনিজ খাওয়ার বুদ্ধি করলাম!!!!
চারজন রুমমেট এর কারো না কারো গোপন কিছু অবশ্যই আছে!!! তাদের কে ভড়কে দিয়ে চাইনিজ খাওয়ানোর জন্য বাধ্য করতে হবে…..
শুরু হলো প্রথম জনকে দিয়ে……..
:দেখো আমি কিন্তু সব জানি!!!
প্রথমজনের থেকে উত্তর এলো……
“””হাহাহা…… ভাই, কি যে বলেন!!!! ওসব কিছু না! এমনি একটু কথা বলি, আর কি!!!”””””
নাহ্, হলো না!!! এর ব্যাপারটা হয়তো গুরুত্বপূর্ণ কিছু নয়!!!!
দ্বিতীয় জনকে ট্রাই করা যাক্……
: দেখ্ আমি কিন্তু সব জানি!!!
“””””ভাই, শেষ পর্যন্ত দেখেই ফেললেন????”””””
: কি দেখলাম????
-> আপনি কিসের কথা বলছেন????
: হাহাহা……. ধরা খেয়ে গেলুম!!!
( আর রুমমেট ও তার গোপন বিষয়টা চেপে গেলো……….)
লাস্ট ট্রাই! আর একজন আছে………..
সন্ধ্যার দিকে রুমে আসলো…..
:দেখো ভাই, আমি কিন্তু সব জানি!!!!
-> ওহ্! সরি ভাই! ভুল হয়ে গেছে…….
:না, না….সরি বললে চলবে না!!! আজ রাতে চাইনিজ খাওতে হবে…….
-> আচ্ছা, ভাই…..চলেন…….
( মনে মনে খুশি হলাম যে, একজনকে মুরগি বানাতে পারলাম শেষ পর্যন্ত!!! খাওয়ার পর, বলে দিবো….দারুন মজা হবে)
খাওয়াশেষে বিল দিলো!!! খুব ভালো ছেলে……
কোনকিছুই তো জানি না!!!হাড়কিপ্টা হঠাৎ ভয় পেয়ে খাওয়াতে রাজি হয়ে গেলো…… তাই ভাবলাম ওর পুরোপুরি লস্ হয়ে যাচ্ছে, ড্রিংস টা বরং আমার তরফ থেকে দিয়ে দেই……..
দুটো কোকের ক্যান নিয়ে হাঁটছি……
-> ভাই, আমি তো ভয়ে ছিলাম!!বাট্ আপনি জেনে গেছেন, তাই ভালো লাগছে!!! তবে জিনিসটা আপনি ১২০০ টাকা দিয়েই পাবেন!!! আমার পরিচিত দোকান আছে!!
: কোন্ বিষয়টা বলো তো????
-> কেন্ ভাই, আপনি দেখেন নাই???? সকাল বেলা আপনার ল্যাপ্টপের চার্জার টা পুড়ে ফেললাম……….
: তুই কি কইলি হারামি… ………..!!!!
Dr. Rezbaul hasan

Leave a Reply