the Diaphragm “
মেয়েদের খবর জানি না!!!
তবে,
এই ডায়াফ্রাম নিয়ে দুষ্টুমি করে নাই, মেডিকেল এ এমন ছেলে খুব কম আছে।
………………………….
আমাদের ব্যাচমেট দের মধ্যে দুই-তিন জন মেয়ে আছে যারা এক ধাপ বেশি বোঝে সব সময়।
তার মধ্যে একজন, আরো বেশি বোঝে, আর মুখটাও মাশাল্লাহ্ বাংলার ব্লেড ‘বলাকা’!
আমি সবসময় ওর থেকে একশো হাত দুরে থাকি,
না জানি কি বোঝাতে যাবো আর সে কি বুঝে
ফেলে!!! মিস্ ঝামেলা মেডাম।
………………………………
ছেলেদের মধ্যে সবচেয়ে আতেল ছেলেটা একদিন ডায়াফ্রাম নিয়ে নাড়া-চাড়া
করছিল। আসলে কাউকে খুঁজতেছে ডেমো দেয়ার জন্য!!
আতেলদের পচাতে ভালোই লাগে, তাই বুদ্ধি করে মি. আতেল কে বললাম ঝামেলা ম্যাডাম ডায়াফ্রাম পড়ে
নাই, তুই পড়াতে পারিস।
ডাক দে!
বলেই আমি একটু দূরে সরে গেলাম।
তো আতেল সাহেব ঝামেলা ম্যাডাম কে
ডাক দিলেন আর ডায়াফ্রাম টা এনাটমিকেল
পজিশনে ধরে বললো…….
-তুমি নাকি এটা পড়ো নাই?
ঝামেলা ম্যাডাম তো রাগে আগুন হয়ে গেলন,আর ধারালো ব্লেড এর মতো বললেন………
-বেয়াদ্দব ছোড়া! ঘরে তোর মা-বোন নাই????
বলেই রাগে গজ্ গজ্ করতে ককরতে ডেমো রুম থেকে প্রস্থান করলেন।
………………..
মি. আতেল হাঁ……….করে আমার দিকে ঘুরে
তাকালেন!!!
………আমার কতোক্ষনে হাসতে হাসতে
গড়াগড়ি খাচ্ছি………..হাহাহাহাহ…….
Rezbaul Hasan Royal
Leave a Reply