Tag: Hospital jokes

  • তুই কি কইলি হারামি…

    তুই কি কইলি হারামি…

    হোস্টেল এ একদিন চাইনিজ খাওয়ার বুদ্ধি করলাম!!!!

    চারজন রুমমেট এর কারো না কারো গোপন কিছু অবশ্যই আছে!!! তাদের কে ভড়কে দিয়ে চাইনিজ খাওয়ানোর জন্য বাধ্য করতে হবে…..
    শুরু হলো প্রথম জনকে দিয়ে……..


    :দেখো আমি কিন্তু সব জানি!!!
    প্রথমজনের থেকে উত্তর এলো……
    “””হাহাহা…… ভাই, কি যে বলেন!!!! ওসব কিছু না! এমনি একটু কথা বলি, আর কি!!!”””””

    নাহ্, হলো না!!! এর ব্যাপারটা হয়তো গুরুত্বপূর্ণ কিছু নয়!!!!

    দ্বিতীয় জনকে ট্রাই করা যাক্……
    : দেখ্ আমি কিন্তু সব জানি!!!
    “””””ভাই, শেষ পর্যন্ত দেখেই ফেললেন????”””””
    : কি দেখলাম????
    -> আপনি কিসের কথা বলছেন????
    : হাহাহা……. ধরা খেয়ে গেলুম!!!
    ( আর রুমমেট ও তার গোপন বিষয়টা চেপে গেলো……….)

    লাস্ট ট্রাই! আর একজন আছে………..

    সন্ধ্যার দিকে রুমে আসলো…..
    :দেখো ভাই, আমি কিন্তু সব জানি!!!!
    -> ওহ্! সরি ভাই! ভুল হয়ে গেছে…….
    :না, না….সরি বললে চলবে না!!! আজ রাতে চাইনিজ খাওতে হবে…….
    -> আচ্ছা, ভাই…..চলেন…….

    ( মনে মনে খুশি হলাম যে, একজনকে মুরগি বানাতে পারলাম শেষ পর্যন্ত!!! খাওয়ার পর, বলে দিবো….দারুন মজা হবে)
    খাওয়াশেষে বিল দিলো!!! খুব ভালো ছেলে……

    কোনকিছুই তো জানি না!!!হাড়কিপ্টা হঠাৎ ভয় পেয়ে খাওয়াতে রাজি হয়ে গেলো…… তাই ভাবলাম ওর পুরোপুরি লস্ হয়ে যাচ্ছে, ড্রিংস টা বরং আমার তরফ থেকে দিয়ে দেই……..
    দুটো কোকের ক্যান নিয়ে হাঁটছি……

    -> ভাই, আমি তো ভয়ে ছিলাম!!বাট্ আপনি জেনে গেছেন, তাই ভালো লাগছে!!! তবে জিনিসটা আপনি ১২০০ টাকা দিয়েই পাবেন!!! আমার পরিচিত দোকান আছে!!

    : কোন্ বিষয়টা বলো তো????

    -> কেন্ ভাই, আপনি দেখেন নাই???? সকাল বেলা আপনার ল্যাপ্টপের চার্জার টা পুড়ে ফেললাম……….

    : তুই কি কইলি হারামি… ………..!!!!

    Dr. Rezbaul hasan

  • মা, তোমার কি মনে আছে নেপোলিয়ন এর কথা????

    মা, তোমার কি মনে আছে নেপোলিয়ন এর কথা????

    মা, তোমার কি মনে আছে নেপোলিয়ন এর কথা????
    “””Give me an Educated mother, I will give you an Educated nation “””
    মানে হইলো গিয়া,”””” আমাকে একটা শিক্ষিত মা দাও আমি একটা শিক্ষিত জাতি দিবো””””………..
    -> হ্যাঁ, মনে আছে……তার কি হয়েছে!
    ->nothing, তবে, নেপোলিয়ন এর ঐ উক্তিটার আপডেট ভার্সন বের হইছে………
    “””Give me an wife, I will give you some grandsons “””‘……
    বুঝলা????
    -> না!
    -> হ! অহন তো বুঝবা না!!! খাঁটি বাংলায় হলো গিয়া, “””তুমি আমারে বিয়া করায়ে দাও আমি তোমারে অনেকগুলা নাতি-নাতনী দিমু”””…….

    Dr. Rezbaul Hasan

  • “””আমার সিএনজি করে দেন!””””

    “””আমার সিএনজি করে দেন!””””

    ডাক্টার রোগীকে বললেন, আপনার ইসিজি করতে হবে! তিন তলায় জান!

    রোগী তিন তলায় উঠে ভুলেই গেলো ডাক্টার তাকে কি করাতে বলেছেন!!!

    তখন রোগী নার্স কে কাচুমাচু করে বললো…..

    “””আমার সিএনজি করে দেন!””””

    Dr. Rezbaul Hasan

  • ছাত্রী : ভ্যাবাচ্যাকা খেয়ে “” জ্বি স্যার””..

    ছাত্রী : ভ্যাবাচ্যাকা খেয়ে “” জ্বি স্যার””..

    জনৈক ছাত্রী….মাইক্রোবায়োলোজি আইটেম দিচ্ছে…

    স্যার : বলো…..
    এ্যাপ্রণ, গ্লাভস্, বেড শীট্,ওটি রুম,ওটি যন্ত্রপাতি কিভাবে ডিস-ইনফেক্ট করবা? একটা একটা করে বলো…..

    ছাত্রী : স্যার হট্ এ্যায়ার ওভেন এ দিবো…..

    স্যার : রিয়েলি???

    ছাত্রী : জ্বি স্যার (সো কনফিডেন্ট)

    স্যার : ওটি রুমটা কি দিয়ে করবি?

    ছাত্রী : হট্ এ্যায়ার ওভেন এ দিবো স্যার…..

    স্যার : দে দে….সব ঐ হট্ এ্যায়ার ওভেন এ ঢুকায়ে দে! পুরো হসপিটাল টা মাথায় করে এনে ঢুকায়ে দে! তোর হোস্টেল টাও ঢুকায়ে দে…..! কালকে থেকে তুইও ঢুকে বসে থাকিস! ঠিক আছে….?

    ছাত্রী : ভ্যাবাচ্যাকা খেয়ে “” জ্বি স্যার””…..

    Dr. Rezbaul Hasan

  • শালা বুইঢ্যা হালা..হে,হে,হে!

    শালা বুইঢ্যা হালা..হে,হে,হে!

    সকাল বেলা একটা টিং টিংগে লম্বা চিকন জাত নিমের গাছ হালাতে খুব কষ্ট হচ্ছিল!!!

    খুব সুন্দর একটা ডাল দেখতে পাচ্ছি মেসওয়াক তৈরি করার জন্য, কিন্তু হালাতে পারছি না!!!
    অনেক কষ্টে গাছের মাথাটা হেলিয়ে আনলাম!

    যেই না ভাংতে যাব ডালটা আর অমনি গাছটা গেল ভেংগে!!

    ধাম্ করে গাছটা বুকের ওপর নিয়ে মাটিতে পড়ে গেলাম!!!

    পাতাগুলো সব মুখ মাথা ঢেকে দিল!!! মাথাটা ঝিম্ ঝিম্ করতে লাগলো!!!

    শুনতে পেলাম কে জানি ছুটে আসছে আমার দিকে!!

    ভাবলাম ভাল মানুষ সাহায্য করতে আসছে!!! তাই শুয়েই রইলাম! কষ্ট করে যখন আসতেছে তবে উনি ই আমাকে টেনে তুলুক!!!
    ওমা সে কি ব্যাটা কাছে এসে সবচেয়ে ভাল ডালটা ভেংগে নিয়ে মেসওয়াক বানাচ্ছে!!!

    আমি রাগে দু:খ্যে, বিরক্ত হয়ে হাত দিয়ে পাতা গুলা সরায়ে একটা ভয়ংকর লুক দিলাম!!!

    আধাপাকা চাপ দাড়ি, যর্দা দিয়ে পান খেয়ে মুখটা বানাইছে লোহিত সাগর!!! আমার দিকে হাসি মুখে তাকিয়ে………….
    -হে,হে,হে,…….বাবা ব্যাথা পাইছো?

    পিত্তি জ্বলা কথা শুনে মেজাজ টা গেল সেই রকম গরম হয়ে…..

    -হে,হে,হে….না!!…মজা পাইতাছি! আফনে এক কাজ করেন ঐ যে ছোট গাছ টা দেখতেছেন না? ঐ টা ধইরা ঝুইল্লা পড়েন!
    শালা বুইঢ্যা হালা…………..হে,হে,হে….

    Dr. Rezbaul Hasan

  • বউ আবার নন্ মেডিকেল..

    বউ আবার নন্ মেডিকেল..

    ডাক্টার বাবু নতুন নতুন বিয়ে করেছেন। বউ আবার নন্ মেডিকেল।

    একদিন শ্বশুর বাড়িতে বেড়াতে গেলেন।

    ভেবেছিলেন খেয়েদেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। কিন্তু তা আর হলো না। অবশ্য এরকমটি তার প্রায় হয়। ছাত্র কাল থেকে। তাই মাঝে মাঝে clonazepam 0•5 (ঘুমের ওষুধ) খেতে হয়।

    যাইহোক্ বেড এ কিছুক্ষণ গড়াগড়ি করে কোন লাভ হচ্ছে না দেখে, বউকে ডেকে বললেন ঘরে দেখতো ক্লোনাজিপাম, ডায়াজিপাম, হিস্টাসিন, ডেসলর জাতীয় কোন ওষুধ আছে কিনা?

    বউ অনেক খোঁজাখুঁজি করে বললেন, নাহ্ ওসব কিছু নাই।

    ঠিক্ আছে, বাইরে যদি পরিচিত কেউ থাকে তবে তাকে ফোন করে একটা ক্লোনাজেপাম ০•৫ আনতে বলো।

    বউ ওদিকে ফোন দিচ্ছেন। আর ডাক্টার বাবু একটা বই খুলে শুয়ে শুয়ে পড়তে লাগলেন।

    পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছেন নিজেও জানেন না।

    হঠাৎ ডাকাডাকি কানে আসলো। এই শুনছো?……সাথে ধাক্কাও অনুভব করলেন। ওমনি সোনার টুকরো ঘুম খানি পালিয়ে গেলো।

    …..ঘুম জড়িত কন্ঠে…..”””কি হয়েছে???”””

    বউ….আরে, তুমি না ওষুধ আনতে বলেছিলে? আনছে তো। ওষুধটা খেয়ে ঘুমাও।

    ………..ওরে, গাধারে। ওটা ঘুমের ওষুধ। আর আমি কি করতেছিলাম?

    বউ….তখন জিহ্বায় কামড় দিয়ে মাথায় হাত। হাহাহা…..

    Rezbaul Hasan Royal

  • বাংলা সিনেমার মেডিকেলিও ভার্সন……..funny joke..

    বাংলা সিনেমার মেডিকেলিও ভার্সন……..

    মেডিকেল এ চান্স পাওয়ার পর………নায়ক…

    মা, মা! আমি মেডিকেল এ চান্স পেয়েছি…….

    (…..ডিরেক্টর এই তোরা কে কোথায় আছিস? মায়ের চোখে দুই মণ গ্লিসারিন দে……)

    মা ঃ ( টপ্ টপ্ করে চোখের পানি ফেলে……ছেলেকে জড়িয়ে ধরে.)….খোকা, খোকারে…..আজ যদি তোর বাবা বেঁচে থাকতো…….(এবার বাবার ছবির দিকে তাকিয়ে)…. ওগো শুনছো…..তোমার ছেলে মেডিকেল এ চান্স পেয়েছে। ডাক্তার হবে ডাক্তার। তোমার স্বপ্ন পূরণ হবে। আমি কোনো ত্রুটি করিনি ওকে মানুষ করতে……

    কিছুদিন ক্লাস করে….আইটেম এ বার বার পেন্ডিং খেয়ে……বসে আছে নায়ক…

    বন্ধু এসে বলছে…..চল্ যাই গা?

    নায়কঃ কোথায়?

    বন্ধুঃ কেন্ ভুইল্যা গেছোস….ডেমো খাইতে। আইটেম এ পাস্ করবি না? নাকি বইয়া বইয়া ক্লিয়ার হইবো?

    ………নায়ক….ভিসেরা ডেমো রুমে…ডায়াফ্রাম এনাটমিকেল পজিশনে ধরে পিছনে ঘুরতেই ক্লাসের দুই লাইন বেশি বোঝা মেয়েটা বলে উঠলো…..

    “”” তোর ঘরে মা বোন নাই! বেয়াদ্দব ছোড়া”

    ……..এরপর সময় গড়িয়ে যায়……..সাপ্লির যাতাকলে পড়ে নায়ক মাইকেল বনে যায়…..

    একদিন তার প্রিয়া নামক একটি মেয়েকে ভালো লাগে….প্রোপোজ করার পর….

    প্রিয়াঃ ছোটলোক, সাপ্লিখোর তুই কি করে ভাবলি আমি তোকে ভালোবাসবো?

    মাইকেল সিগারেট ধরিয়ে বলে, “কি হবে এ জীবন রেখে” তারপর তাকে একটা অ্যাম্বুলেন্স ধ্বাক্কা দেয়…..

    জুনিয়র রা ছুটে যায় প্রিয়ার কাছে…..

    “প্রিয়া আপু, জলদি চলেন মাইকেল ভাই এক্সিডেন্ট করেছে। জ্ঞান ফেরার পর থেকে প্রিয়া প্রিয়া বলে ডাকতাছে…..”

    বায়োকেমিস্ট্রি রি রি সাপ্লি পরীক্ষার আগে মাইকেল কে সিনিয়র মাইকেল ডেমো দিয়ে বলে…যা এই প্রফেসর তোর ভাই এর জীবন নষ্ট করেছে আজ তার প্রতিশোধ নে……..

    এভাবে সময় গড়িয়ে যেতে থাকে…..মাইকেল মধ্যবয়সে এসে এমবিবিএস পাস করে…..এবং মা কে ফোন দেয়…….

    মা মা, আমি পাস করেছি। আমাদের আর কোনো কষ্ট থাকবে না। আমি এখন চাকরি করবো……

    এই শুনে, মা বলে আজ যদি তোর বাবা বেঁচে থাকতো….. আহ্ আ্ হার্ট অ্যাটাক…..

    মাইকেলের মন খারাপ….।

    সার্জারী ওটিতে……ওটি বয় বলছে….. স্যার এবসেস টা একটু ড্রেইন করে দেন….

    মাইকেল ঃ আমি ছুচো মেরে হাত গন্ধ করবো না, গলব্লাডারে পাথর হলে বলিস……. 😛

    …………….এবার আপনাদের পালা। উপরের গল্পে কোন চরিত্রে বাংলা সিনেমার কাকে দেখতে চান…..?

    Rezbaul Hasan Royal

  • 3rd ইয়ার এ এক ছোট ভাই ওয়ার্ডে এসে হিস্ট্রি নিচ্ছিলো………

    3rd ইয়ার এ এক ছোট ভাই ওয়ার্ডে এসে হিস্ট্রি নিচ্ছিলো………

    রোগী সব খুলে বললো আর সে খুব মন দিয়ে বিশেষজ্ঞ ডাক্তারের মতো সব শুনলো………

    সব বলার পর রোগী জিজ্ঞেস করলো স্যার আমার কি হয়েছে স্যার…?

    -> ছেলে তো এবার মহাবিপদে পড়ে গেলেন।

    এদিকে রোগী, স্যার, ও সার…..বলেন না, কি হয়েছে আমার?

    চট্ করে বুদ্ধি বের করে বললো….

    -> আপনার কি আগে এই রকম কোনো রোগ হয়েছিলো?

    -> জ্বি স্যার….গতবছর জানুয়ারি তে একবার এই রকম হইছিলো…..

    ……এবারও ঐ গতবছরের রোগটাই হইছে আপনার….বলেই দৌড়…… 😛

    Rezbaul Hasan Royal

  • -মো্.মো..মোছাম্মদ আক্কাস আলী!..

    -মো্.মো..মোছাম্মদ আক্কাস আলী!..

    ২০১৫ সালে ভর্তি পরীক্ষা দিয়ে মেডিকেল এ টিকলো, মোঃ আক্কাস আলী!!!

    …….কিছুদিন ক্লাস করার পর……..

    Superior Extremity কার্ড এর ভাইভা দিতে গেলো সে……………..

    -আসসালামুআলাইকুম স্যার……

    -ওয়ালাইকুমআসসালাম!

    -নাম কি?

    -মোহাম্মদ আক্কাস আলী!

    -হিউমেরাস নাও!

    আক্কাস, হিউমেরাস নিয়ে বসে আছে!

    স্যার একটা রাম ধমক দিয়ে…..

    -এনাটমিকেল পজিশন বলো?

    আক্কাস ঘবড়ে গেলো! তারমনে পড়ে গেলো, শালার এত্তোগুলা টাহা নষ্ট করে মেডিকেল এ আসলাম! আর আসতে না আসতেই ঝাড়ি!!!!! সে কিছুটা ঘামতে শুরু করলো!

    স্যার এবার একটু নড়ে-চড়ে বসলেন!

    -এই ছেলে, এই? তামাশা করতে আসছো এখানে?

    -আ্ আ্ না, স্..স্..স্যার!

    -এনাটমিকেল পজিশন বলো!

    -স্যা্… স্যা..স্যার…… দিস ইজ দ্যা ভিসেরা অফ হিউমেরাস……………

    স্যার হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন, না! চশমাটা নাকের ডগায় নামিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন স্যার!

    আক্কাস এবার দৌড়ে পালাতে পরলে বাঁচে!!!

    সে তো পুরাই সিউর হয়ে গেলো যে স্যার ধরে ফেলেছেন সে প্রশ্ন পেয়ে মেডিকেল এ টিকেছে!!!!

    না, স্যার কিছুই বললেন না! গলার স্বর আর একটু উপরে তুলে বললেন……

    -ঠিক করে বলো……

    -স্যার দিস ইজ দ্যা ভিসেরা অফ হিউমেরাস অফ রাইট সাইড!

    স্যার তো এবার পুরোপুরি রেগে গেলেন!

    -এই ছেলে, একটা থাপ্পর মেরে তোর সব কয়টা দাঁত ফেলে দিবো! মশকরা করতে আসছো এখানে????

    এই তোর নাম কি বললি?

    -মো্….মো….মোছাম্মদ আক্কাস আলী!

    ……………… 😛 ……………………

    Rezbaul Hasan Royal

  • মেডিকেলিও ভাষায় বাংলা সিনেমার নাম হলে কেমন হতো………

    মেডিকেলিও ভাষায় বাংলা সিনেমার নাম হলে কেমন হতো………

    ১। এক টাকার Napa

    ২। গোলাপি এখন ICU তে

    ৩। Pneumonia বড় না যক্ষ্মা বড়

    ৪। ফিরিয়ে দে আমার Gallbladder

    ৫। নাম্বার ওয়ান surgeon

    ৬। করোনা তুই আবার কোন্ ক্ষেতের মূলা

    ৭। বাবা কেনো CCU তে

    ৮। আমার বুকের মধ্যখানে ধড়ফড় করে

    ৯। যেখানে তুমি (surgeon) সেখানেই আমি (Anesthesiologist)

    ১০। মনের মতো রোগী পাইলাম না

    ১১। আমার বন্ধু ডাক্তার

    ১২। লাইভ From OT

    ১৩। ফিফটি-ফিফটি চান্স

    ১৪। হাসপাতালের সাথে জনম জনমের প্রেম (Dialysis এর রোগী)

    ১৫। চিটাগাইঙ্গা ডাক্তার নোয়াখাইল্লা রোগী

    ১৬। Corona অ্যাটাক

    ১৭। OT বয় কোটিপতি

    ১৮। বাজাও অ্যাম্বুলেন্সের সাইরেন

    ১৯। ক্যান্সারের নাই এন্সার

    ২০। রক্ত দিতে এসেছি Bone-marrow নয়

    ২১। আজরাইল আমাকে ভালো হতে দিলো না

    ২২। Anesthesia দিবি কিনা বল্

    ………….এবার আপনাদের পালা…..আর কি কি হতে পারে আপনারই বলুন…. 😛

    Rezbaul Hasan Royal

Verified by MonsterInsights