এক ফ্রেন্ড বললো…
-> দোস্ত গিটার কিনবো চল্….
-> সরি, দোস্ত….আমি যাবো না….
-> কেন্?
-> দেখ দোস্ত, গিটারে আমার এলার্জি আছে….
-> মানে কি? চল্ না ইয়ার….
-> শোন্, তোকে একটা গল্প বলি….তারপরও যদি তোর মনে হয় আমার যাওয়া উচিত…তো যাবো….
-> বল্….
-> শোন্, আমি যখন এইচএসসি সেকেন্ড ইয়ার এ পড়তাম তখন ফার্স্ট ইয়ার এর এক মেয়েকে আমার ভালো লাগতো….
-> স্বাভাবিক….তারপর?
-> অনেকদিন থেকে কথা বলার চেষ্টা করতে করতে…একদিন চান্স পেয়ে গেলাম।
সেদিন আমাদের দুজনের লেট হয়েছিলো…আর ঐ দিকে কলেজের গেট বন্ধ করে দিয়েছে।
আমার ইচ্ছা ছিলো বাং মারবো নয়তো ডিসিপ্লিন কমিটির স্যাররা, ধরে ইচ্ছে মতো ব্যাঙ দৌড় দেয়াবে এবং ৪০০/- ফাইন করবে।
কিন্তু অ্যাবসেন্ট দেখালে ২৫/- ফাইন আর ছোটখাটো একটা কয্ দেখালেই পার পাওয়া যায়।
-> আমি আমার বুদ্ধিটা সবার সাথে শেয়ার করলাম। সবাই ইম্প্রেসড্…হলো…এবং চলে গেলো…। আমিও গেলাম।
কিন্তু মেয়েটি দাড়িয়ে থাকলো।
সে শাস্তিও খাবে, ফাইনও দিবে।
কি আর করার। আমিও ফিরে এসে তার সাথে জয়েন দিলাম। কেউ ছিলো না। সে আর আমি…..
-> বাহ্ বিশাল স্যাক্রিফাইস…..!
সে নিশ্চই খুব খুশি হয়েছিলো?
-> না। শুধু ব্যাঙ দৌড় দেয়ার সময় আমার প্যান্ট টাইট থাকার কারনে ঠিকমতো পারতেছিলাম না, তখন সে মুচকি মুচকি হাসি দিছিলো….
-> 😟 সো, স্যাড দোস্ত…..
-> কিন্তু, এরপর থেকে যেদিন লেট হতো সেদিনই সে ভাগতো….
ঐ দিন সে পরীক্ষা করতে চেয়েছিলো যে আমার দেয়া টিপস্ কাজ করে কিনা?
-> ওহোহো….আব্ সামঝা…ইতনা গ্রেট অফার কিউ ছোড়্ দিয়া থা….! 🤔
-> তারপর থেকে কথা হতো….প্রায়ই…… ওর গিটারের প্রতি খুব শখ্ ছিলো…..। আমার ওসবে ইন্টারেস্ট ছিলো না…..।
তবু চাচাতো ভাইয়ের একটা তার ছেড়া গিটার ছিলো ওটা ঠিক করে ইউটিউব দেখে দেখে টুং টাং করতাম……।
ভাবছিলাম একদিন গিটার বাজিয়ে গান গেয়ে প্রোপোজ করবো।
-> গুড…! তাারপর?
-> তারপর, আমার ব্যাচে একটা হ্যান্ডসাম ছেলে আসলো। বাবা কর্ণেল, ট্রান্সাফার হয়ে আসছে।
ছেলেও মাইগ্রেশন নিয়ে আমাদের কলেজে ভর্তি হলো।
-> তারপর?
-> ছেলেটি ছিলো রেডিমেট গিটারিস্ট। একদিন অনুষ্ঠানে গিটার বাজিয়ে গান গাইলো….
-> 😭….ওহ্ নো….তারপর?
-> তারপর, ঐ! যা হয় আর কি….মেয়েটির সাথে ছেলেটির বন্ধুত্ব হলো…..!
সে মেয়েটিকে গিটার বাজানো শেখাতো…….
আর, আমি বাসায় এসে… ভাইয়ের ঐ আধা ভাঙ্গা গিটারটা রাগে দুঃখে পুরোপুরি ভেঙ্গে ফেললাম…….
তারপর থেকে গিটার দেখলেই ভাঙ্গতে ইচ্ছে করে…..
-> 😲😲😲😲
হায়…হায়…বলিস কি বে?
-> হুমমম…..এবার চল্ গিটার কিনতে যাবি?
-> না,না….দোস্ত….তোর যেতে হবে না। আমি একাই যাচ্ছি……..।
আর শোন্ এখন থেকে আর আমার রুমে পড়বো না, তোর রুমে পড়বো……কেমন?
বুঝোস্ তো শখ্ করে টাকা জমিয়ে কিনতেছি। না জানি কবে আবার তোর গিটার দেখলে মেজাজ গরম হয়ে যায়……
……….. 😛
Dr. Rezbaul Hasan

Leave a Reply