এক পাজি লোক দাঁতের ডাক্টারের কাছে গিয়ে খুব পন্ডিতি দেখাচ্ছিলো!
ডাক্টারসাহেবের মেজাজ হট্ হলেও কিছুই বললেন না!
উপরের পাটির যে দাঁতটা পোকায় খেয়েছিলো ঠিক সোজাসুজি তার নীচের দাঁতটা তুলে দিয়ে ৩,০০০/-টাকা ভিজিট নিয়ে বাসায় পাঠিয়ে দিলেন।
যেহেতু অবশ করা ছিলো তাই রোগী কিছুই বুঝলেন না।
পরের দিন, আবার দাঁতের ব্যাথায় ককিঁয়ে উঠে আয়নায় গিয়ে দেখে, ঘটনা কি? ডাক্টার সাহেব উল্টা দাঁত তুললেন কেনো?
রেগেমেগে, ডাক্টারের চ্যাম্বারে গেলেন এবং বললেন…
“”আমার উপরের দাঁত পোকা খেয়েছে কিন্তু আপনি নীচের দাঁত তুললেন কেনো?’””
চটজলদি, কাজের ফাঁকে ডাক্টারসাহেব বললেন….
“””পোকাটি, নীচের দাঁতে দাঁড়িয়ে উপরের দাঁতটি খাচ্ছিলো! তাই আগে পোকটার বসার চেয়ারটা তুলে দিছি!
এবার টাকা জমা দিয়ে আসেন উপরের টা তুলে দিচ্ছি….””””
………. 😛
Dr. Rezbaul Hasan

Leave a Reply