এক চাইনিজ বাংলাদেশের ট্রেনে করে ঢাকা থেকে চিটাগাং যাচ্ছিলেন।
হাঠাৎ করে সিটের নিচ থেকে একটা তেলাপোকা বের হয়ে আসলো। চাইনিজ লোকটি সেটা খপ করে ধরে গপ করে খেয়ে ফেললো………করণ, তেলাপোকা ছিলো তার প্রিয় খাবার।
এই ঘটনা দেখে আশেপাশের সিটের সবার বমি করার মতো অবস্থা। ঠিক তখন বি-বাড়িয়ার এক লোকের মাথায় বুদ্ধি খেলে গেলো……
সে নিজের সিট ঝাড়াঝাড়ি করলো আর ওমনি একটা তেলাপোকা বের হয়ে আসলো…আর সেই তেলাপোকা টা চাইনিজ লোকটি ধরার আগে সে খপ্ করে ধর ফেললো……আর সেই চাইনিজ কে দেখিয়ে বললো……
“৫০ টাকা লাগবে! খাবি? “
টাকা দে……… 😛
Leave a Reply