অ্যারেন্জ ম্যারেজ……….
হাসবেন্ড বাইরে থেকে আসলো, ওয়াইফ ভয়ে ভয়ে কাছে গিয়ে বললো…..
-> একটা কথা বলবো? রাগ করবা না তো?
হাসবেন্ড মুচকি হেসে মাথা ঝাঁকিয়ে বললো….
-> হুমমমম….খুব রাগ করবো……
এই কথা শুনে ওয়াইফ মন খারাপ করে বসে আছে….
এবার হাসবেন্ড তাকে নিয়ে ৫ মিনিট মেডিটেশন করলো….
ব্রিদ ইন-> ব্রিদ হোল্ড-> ব্রিদ আউট….-> নাউ রিল্যাক্স হয়ে বলো কি হয়েছে…….
-> তোমার ল্যাপ্টপ টা নষ্ট করে ফেলেছি……….
আচ্ছা সমস্যা নেই, আমি ঠিক করে নিবো! তুমি এক কাপ কফি তৈরি করো……….
-> ওকে……
…….লাভ ম্যারেজ…….
ওয়াইফ : এই শোনো তোমার ল্যাপ্টপটা নষ্ট হয়ে গেছে…ঠিক করে নিয়ে আসো! আমার কিছু কাজ বাকী আছে……
হাসবেন্ড : ঠিক করার কি দরকার! তোমার বাবা কে ফোন দাও নতুন একটা কিনে আনতে বলো…….
-> কেনো? কেনো? আমার বাবা কেনো দিবে?
-> কারণ, এটা তুমি জাস্ট নষ্ট করোনি, মনে হচ্ছে আছাড় দিয়ে ভেঙ্গে ফেলেছো……
-> কি করেছি সেটা মেজর না, তুমি ভালোমানুষের মতো ঠিক করে আনবা না কিনে আনবা সেটা দেখো…..
-> তোমার প্রয়োজন হলে তুমি আনো যাও…..
চলছে……চলবে…….কেউ সরি বলবে না, কেউ কফি বানাবে না………..
Dr. Rezbaul Hasan

Leave a Reply