ডাক্টার বাবু নতুন নতুন বিয়ে করেছেন। বউ আবার নন্ মেডিকেল।
একদিন শ্বশুর বাড়িতে বেড়াতে গেলেন।
ভেবেছিলেন খেয়েদেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। কিন্তু তা আর হলো না। অবশ্য এরকমটি তার প্রায় হয়। ছাত্র কাল থেকে। তাই মাঝে মাঝে clonazepam 0•5 (ঘুমের ওষুধ) খেতে হয়।
যাইহোক্ বেড এ কিছুক্ষণ গড়াগড়ি করে কোন লাভ হচ্ছে না দেখে, বউকে ডেকে বললেন ঘরে দেখতো ক্লোনাজিপাম, ডায়াজিপাম, হিস্টাসিন, ডেসলর জাতীয় কোন ওষুধ আছে কিনা?
বউ অনেক খোঁজাখুঁজি করে বললেন, নাহ্ ওসব কিছু নাই।
ঠিক্ আছে, বাইরে যদি পরিচিত কেউ থাকে তবে তাকে ফোন করে একটা ক্লোনাজেপাম ০•৫ আনতে বলো।
বউ ওদিকে ফোন দিচ্ছেন। আর ডাক্টার বাবু একটা বই খুলে শুয়ে শুয়ে পড়তে লাগলেন।
পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছেন নিজেও জানেন না।
হঠাৎ ডাকাডাকি কানে আসলো। এই শুনছো?……সাথে ধাক্কাও অনুভব করলেন। ওমনি সোনার টুকরো ঘুম খানি পালিয়ে গেলো।
…..ঘুম জড়িত কন্ঠে…..”””কি হয়েছে???”””
বউ….আরে, তুমি না ওষুধ আনতে বলেছিলে? আনছে তো। ওষুধটা খেয়ে ঘুমাও।
………..ওরে, গাধারে। ওটা ঘুমের ওষুধ। আর আমি কি করতেছিলাম?
বউ….তখন জিহ্বায় কামড় দিয়ে মাথায় হাত। হাহাহা…..
Rezbaul Hasan Royal

Leave a Reply