অনেকদিন আগের কথা!! বাসায় অনেক পিয়াজ ছিলো! পঁচে যাচ্ছিল!! এই নিয়ে মা অনেক ক্ষেপে ছিলেন!!যাকেই বাজার করতে দেন, সেই পিয়াজ নিয়ে আসে!!! তাই একদিন আমাকে বললেন, বাজারের লিস্ট কর!!! আর লিস্টের বাইরে একটা জিনিসও আনবি না!!! আমি কখন ইন্টার ফার্স্ট ইয়ার……
জোরে জোরে কেমিস্ট্রি পড়ছিলাম!! নতুন নতুন পড়া!!! মজাই পাচ্ছিলাম!!! ইলেক্ট্রন বিন্যাস এর….. s,p,d,f অরবিটাল!! স্যার বুদ্ধি শিখিয়েছিলেন!!
s, s, p, s, p, s, d, p, s, d, p, s…….এভাবে মুখস্ত করতে…….
বাজারের লিস্ট শেষ করে আমি আবার পড়তে শুরু করলাম……
s,s, p, s, p, s……
ওদিকে, মা শুনতে পেয়ে রান্নাঘর থেকে লাঠি নিয়ে বের হলেন…….
“””আবার পিয়াজ??? তোকে না বললাম পিয়াজ না আনতে!!!! এমনিতেই কতোগুলো পিয়াজ নষ্ট হয়ে যাচ্ছে…… “””
আমি তো……অবাক হয়ে তাকিয়ে আছি……..
আসলে, আমি যখন এস, এস, পি, এস, পি, এস পড়েছি মা তখন শুনেছেন, পিয়াজ….পিয়াজ.
…. হাহাহা……
পরে নিজেকে সমলে নিয়ে বললাম, আচ্ছা, আচ্ছা পিয়াজ আনবো না! ভুলে লিখেছিলাম!!!
ভুল করিনি, বোঝাতে গেলে তো মা’কে পুরো ইলেক্ট্রন বিন্যাস শেখাতে হতো……তখন হয়তো, মাথা গরম করে দুটো মাইর দিয়েও দিতো……হাহাহা………
Dr.Rezbaul Hasan
Leave a Reply