Tag: মেডিকেল কলেজ কৌতুক

  • ডাক্তার কৌতুক

    আমার মাথায় ঢুকে না, ডাক্তার দের বিসিএস পরীক্ষায় সন্ধী, প্রত্যয়, অপিনিহিতি, মধ্যস্বরলোপ আরো কতো কি পড়ে কি হবে……….
    যেমন ধরুন,
    রোগী conjunctivitis নিয়ে এসে কি বলবে……
    -> ডাক্+তার সাহেব…..আমার্+অ নে+অন্ এ লাল হয়েছে, বীতিহোত্র হচ্+ছ+এ, আমি তমিস্র দেখতেছি,
    -> আপনার নাম কি?
    -> আচল স্যার….
    -> না না, হয় নাই…..আঁচল হবে… আ এর ওপর একটা পরাশ্রয়ী বর্ণ ঁ দিতে ভুলে গেছেন। আমি আপনার সব কথাই √শ্রু+অনট্ করিলাম……এতো ভৌ+উক্ হবেন না। √নী + অনট্ এ উদক দিয়ে ধৌ+ত করিবেন নিয়মিত…….আর √বচ্ +ক্ত ঔষধ গুলো নিয়মিত খাবেন……..কিছুদিনের মধ্যে আপনার √নী+অনট্…….রোগ √মুচ্+ক্ত হয়ে যাবে………
    এই বলিয়া ডাক্তার সাহেব তার কম্পাউন্ডার কে ডেকে….. বলবেন….আমি তৃষ্ণা + ঋত্….. আমাকে সলিল দাও এক গ্লাস…….
    এরকম কি? তাহলে…..কি প্রয়োজন…..তারচেয়ে রোগ, রোগী, ড্রাগ….কিংবা…সব মেডিকেল রিলেটেড এক্সাম হলে ভালো হতো না?????

    Dr.Royal

  • ডাক্তার জোক্স

    Husband কে খুব ভালো করে চেকআপ করে ডাক্তার সাহেব তার ওয়াইফ কে চ্যাম্বারে ডেকে বললেন…..
    দেখুন, আপনার Husband severe stress disorder এ ভুগতেছেন। আমি কিছু Instructions দিচ্ছি যে গুলো আপনাকে মেনে চলতে হবে নয়তো উনি আর বেশি দিন বাঁবেন না……
    -> প্রতিদিন সকাল বেলা healthy breakfast তৈরি করে খাওয়াবেন, দুপুর ও রাতেও Nutritious meal দিবেন। কোনোভাবেই প্রেসার ক্রিয়েট করবেন না। শান্তি মতো ঘুমাতে দিবেন। নিয়মিত ওষুধ খাওয়াবেন। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে….
    সব শুনে কিছুক্ষণ পর wife বের হলে, Husband জিজ্ঞেস করলো…ডাক্তার সাহেব কি বললো তোমাকে…
    ওয়াইফ একটা নিঃশ্বাস ফেলে বললো……
    “তোমার আর বাঁচার আশা নাই গো…..তুমি শেষ…..” 😛

    Royal

  • মেডিকেল জোক্স


    এক বন্ধু ফোন দিয়েছে….
    ভালোমন্দ জিজ্ঞেস করার পর সমস্যার কথা বললো…..
    তার, বাবার এমন সিচুয়েশন যে হসপিটালাইজেশন অতিবো জরুরি হয়েছে। ১০ টা মিনিট ও লেট করা ঠিক হবে না।


    সে, ঐ ঘুরিয়ে পেচিয়ে বলে কিনা, বাসায় কি করা যাবে, সেটা বল্? বাবার বয়স হয়েছে, এদিকে আবার করোনা মহামারী চলছে, সব মিলে…..বুঝতেই পারতেছিস।


    এইতো গেলো মেজাজটা খারাপ হয়ে। ওর বাবা স্ট্রোক (হিস্ট্রি তে পরিষ্কার মনে হচ্ছে) করেছে,


    এখন, স্যালাইন দিতে হবে, নাকে নল্ দিয়ে খাওয়াতে হবে, প্রস্রাবের রাস্তায় নল্ দিতে হবে…..আরো অনেক কিছু। এগুলো বাসায় সম্ভব????


    সিটি-স্ক্যান করাতে হবে। শুনেই….সে ফাউল একটা কথা বলে উঠলো….এই টেস্ট সেই টেস্ট…..হাতে টাকা পয়সা নেই…..


    তোর মতো কুলাঙ্গার কে জন্ম দিয়ে আঙ্কেল যে ভুল করেছেন তার পরিণাম তো তাকে ভোগাতেই হবে…….


    সম্পর্ক নষ্ট হবে জন্য কিছুই বললাম না। শুনেছি সে নাকি বিয়ে করেছে……জানিনা, সেও সামনে তারমতোই কুলাঙ্গার জন্ম দিবে কিনা…..

    (কর্মের ফলটা তো তাকে পেতেই হবে একসময়)


    তাই জিজ্ঞেস করলাম……


    -> আচ্ছা তুই কোনো গাধাকে বিয়ে করলি না কেনো?

    আরে কিসব বলিস? মানুষ হয়ে গাধাকে বিয়ে করবো নাকি?


    এক্সাক্টলি, এই চিন্তাটা তোর বউ করলো না কেনো?


    Dr.Royal

  • রোগী ও ডাক্তার বাবু…

    ইটালিতে বৃষ্টির দিনে, ৯০ বছর বয়সী এক বৃদ্ধ জীবনে অতিষ্ঠ হয়ে, করোনা মহামারী তে মাস্ক না পরে পিছনে একটা লম্বা রড বেঁধে ঘুরে বেড়াচ্ছে।
    সাথে সাথে তাকে পুলিশ ধরে ফেললো।
    -> আপনি মাস্ক পরেন নাই কেনো?
    বৃদ্ধ……
    -> দেখুন স্যার….আমার Diabetes গত ৩৫ বছর ধরে, High pressure গত ২৭ বছর ধরে, CKD (chronic kidney disease) গত ২৫/২৬ বছর ধরে। এদিকে লিভার ক্যান্সার ধরা পড়েছে ৭ বছর হলো….সব মিলে জীবনে বেঁচে থাকার ইচ্ছে টা মরে গেছে।
    -> সে না হয় বুঝলাম, কিন্তু পিছনে রড বেঁধে এই কাক ভেজা বৃষ্টিতে ঘুরতেছেন কেনো?
    -> এতোকিছু তে যেহেতু মরিনি, আমার ধারণা আমি বজ্রপাতে মরবো। আর সেটাতেও যেনো মিস না হয় তাই রড বেঁধে নিয়েছি………. 😛

    Dr.Royal

  • মেডিকেল জোক্স

    প্রত্যেক বছর আমাদের মেডিকেল এ কিছু বিদেশী স্টুডেন্টস আসে! আমাদের সাথেও ৭ জন আছে! তার মধ্যে দুজন ছেলে। একজন পাকিস্তানি আর একজন নেপালি!
    শুরুর দিকে বিদেশী স্টুডেন্টস গুলো বাংলা বুঝতোও না, বলতেও পারতো না!!! তখন ওদের ইচ্ছা মত বাংলায় গালি দেয়া যেত! কিছুই বুঝতো না! খালি হাঁ করে থাকতো!!!
    একদিন, ফিজিওলজি ক্লাস এ পাকিস্তানি ছেলেটা আমার পাশে বসলো!!! উল্টাপাশ থেকে বেঞ্চ এ বসতে গিয়ে আমার গায়ে ধাক্কা লাগলো!

    • ওহ্! সরি! 😘
      আমি =
      [একটু বিরক্ত হয়ে ওর দিকে ঘুরে] বলদ!
      সে কিছু না বুঝে…….
      -‘বলদ’ means?
      মনে মনে ভাবলাম, পাইছি একটা মুরগী! 😛 মজা করা যাক্ তাইলে!!!! 😉
      = ওহ্! ইউ ডোন্ট নো বাংলা?
      -নোহ। 😢
      = অ…কে… “বলদ” means………ওহ্ ইয়াদ আয়া…….”বলদ” means “Best friend “…… 😃
      সে তো খুব খুশি!!! 😃
      সে একটা বাংলা শব্দ শিখেছে! সেইরাম খুশি হয়ে ব্যাগ থেকে আমাকে একটা চকোলেট বের করে দিল!!!
      আমি চকোলেট খাচ্ছি আর ফোন টিপাটিপি করছি!!!
      কিছুক্ষণ পর, সে বললো,
      -এহ্ বলদ এক পেন্সিল দে না!
      = কেয়া কাহা? 😮
    • বলদ এক পেন্সিল দে না?
      আমি তো আকাশ থেকে পড়লাম!!! 😮
      আমার গর্তে শেষপর্যন্ত আমিই…….. 😑
      = দেখ্, ভাই, মুঝে বলদ মাত্ বোলাও!
    • কিউ? তুনে তো বোলা ‘বলদ’ means best friend?
      = কিউ কি মে তেরি বেস্ট ফ্রেন্ড নেহি হু!
      -ওকে, হাত্ মিলাও!
      = কিউ? 😑
    • আজছে, হাম্ বলদ হো! 😘
      = আব্বে তেরি তো! দেখ্, ভাই মেরে পাস্ দো দো চকোলেটস্ হেয়, আব সব্ তেরি, লেকিন মুঝে ‘বলদ’ মাত্ বোলাও!!!
    • মে সামঝা নেহি! মে তেরি বলদ হুন্ তো তুম্ কিউ নেহি?
      = ওত্ তেরি দাদি কি আখঁ, ভাগ্ এহাসে!
      সেদিন আর কোন কথা হলা না! ………………..­
      ………………..­
      ………………..­
      …………… ………………..­..
      দুই দিন পর……..
      আমি নিশ্চিত সে এর মধ্যে কিছু বাংলা শিখেছে। at least বলদ মানে তো অবশ্যই!!! 😛
      তো দুইদিন পর আবার ক্লাস এ দেখা হলো…….
      = কেয়সে হো ভাই, কুছ্ বাংলা শিখেগা? 🙂
      -নেহি, নেহি………..তু এক নাম্বার কা কামিনা হো………………­…… 😘
      হাহাহাহাহাহাহা……­…………… 😉
    • Dr. Rezbaul Hasan Royal

  • মেডিকেল জোক্স

    একটা স্বপ্ন মানুষকে কতোটা খুশি করতে পারে! আর কতোটা ব্যথিত করতে পারে?
    আজ বুঝতে পারলাম……..
    তেমনকিছু না। এটা জাস্ট একটা স্বপ্ন ছিলো। রাতে দেরিতে ঘুমানোর কারনে সকাল ৮ টার দিকেও গভীর ঘুমে ছিলাম।
    স্বপ্নে দেখলাম, এক বন্ধু এসে ডাকছে…..ঘুম জড়ানো চোখে উঠলাম।
    -> কি হয়েছে বল্?
    -> দোস্ত একটা সুখবর আছে?
    -> কার আমার না তোর?
    -> পৃথিবীর সবার জন্য সুখবর……….
    শুনেই চিৎকার করে উঠলাম….করোনার ভ্যাক্সিন তাহলে বের হয়েছে…আলহামদুলিল্লাহ…. আমি এবার বাড়ি যাবো………………..
    বন্ধুর হাসিটা মিলিয়ে গেলো, আমার ঘুম ভঙ্গে গেলো…….
    টেবিল ফ্যানটি ঘুরছে, সিলিং ফ্যানটা ঠাঁয় দাড়িয়ে আছে…কালকে রাতে বন্ধ করে শুয়েছিলাম।
    আকাশটা পরিষ্কার, গতকাল রাতে ঝড় হয়েছে, জানালা দিয়ে সূর্যের আলো এসে ঘরটা ভরিয়ে দিয়েছে….
    বাস্তবতায় ফিরে, মনটা আবার ডুবে গেলো অন্ধকারের কালো ধোঁয়ায়………… 😢

    Dr. Royal

  • Medical jokes

    এক সাংবাদিক খুব অসুস্থ হলে, চিন্তা করল নিজেই নিজের চিকিৎসা করবে।
    তাই তিনি, বই কিনে পড়া শুরু করলেন।
    অনেক পড়াশুনা করে নিজের জন্য নিজেই একটা প্রেসক্রিপশন তৈরি করে ফার্মেসীতে গেলো ওষুধ কিনতে।
    ফার্মেসীর কর্মচারী অনেক্ষণ ধরে প্রেসক্রিপশনটা দেখলেন।
    তারপর……করুন কন্ঠে বললেন….
    “” স্যার আপনার কুকুরটা কি খুব বেশি অসুস্থ? অদূরেই একটা পশু হাসপাতাল আছে…….একবার দেখাতে পারেন।””
    ………. 😛

  • রোগী ও ডাক্তার বাবু…

    রোগীকে ড্রেসিং এর জিনিসপত্র আনতে দিবো….
    বললাম…কি কি আছে দেখি? যেগুলো নাই সেগুলো আনতে হবে….
    রোগী বললোঃ স্যার….মুজা আছে….
    -> মুজা মানে?
    -> স্যার হাত মুজা একটা আছে……
    আমি পাক্কা ৬০ সেকেন্ড হা করে তাকিয়ে থেকে বুঝতে পারলাম……পরে আস্তে করে স্লিপ প্যাডে…লেখা…
    ……Golves 7″ “… (1). একটানে কেটে দিলাম……. 😛

  • রোগী ও ডাক্তার বাবু…

    Outdoor এ patients এর variety দেখতে দেখতে ডাক্তারদের patience ধরে রাখা মুশকিল হয়ে যায়….
    প্রতিদিন-ই অনেক ছোট খাটো হাসির রোল পড়ে যায়…..তবে আজকের ব্যাপারটা ছিলো সবচেয়ে মজার……
    রোগী : স্যার জ্বরের চোটে মাথা তুলতে পারি না….
    -> কবে থেকে জ্বর?
    -> ৩-৪ দিন থেকে স্যার….
    -> জ্বর টা কতো? মাপছিলেন?
    -> জ্বি স্যার….কম করে হলেও ১৫০ থেকে ২০০ হবে স্যার…
    ……স্যার অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন…! আমার মাথায় হাত….
    স্যার হালকা ধমক দিয়ে বললেন….এই মিয়া, প্রেসার কুকারে ঢুকে জ্বর মাপছিলেন নাকি??
    স্টাফরা সবাই হো হো করে হেসে দিলো……কিন্তু রোগী অনড়। না স্যার…. ১৫০ নিচে নামে না স্যার… বিশ্বাস করেন!
    নাহ্….ধর্য্য কুলায় না। স্যার হিস্ট্রি নিয়ে ওষুধ লিখে দিলেন।
    আর….যাওয়ার সময় বলে দিলেন….এরপর ১৫০ ডিগ্রির বেশি জ্বর আসলে ডিপ ফ্রিজে ঢুকে বসে থাকবেন।……. 😛

    Dr. Rezbaul hasan royal

  • রোগী ও ডাক্তার বাবু…

    এক মহিলা ডাক্তারের কাছে গেলেন…..
    “ডাক্তার সাহেব, আমি আমার ওজন নিয়ে চিন্তিত নই। কিন্ত হাইট টা নিয়ে একটু ঝামেলার মধ্যে আছি।
    ডাক্তার : কি রকম ঝামেলা?
    মহিলা : আসলে আমি বিএমআই করে দেখলাম যে, ওজন অনুযায়ী আমার হাইট ১০ ফুট ৯ ইঞ্চ হওয়ার কথা ছিলো……….এখন কি করা যায় বলুন তো! ওজন অনুযায়ী হাইট বাড়ানোর কোনো পদ্ধতি আছে কি?
    ডাক্তার সাহেবের মাথা ঘুরতে শুর করলো……… 😛

Verified by MonsterInsights