Tag: বাচ্চাদের মধ্যে কৃমির সমস্যা

  • বাচ্চাদের কৃমি সমস্যা ও প্রতিকার…..

    বাচ্চাদের কৃমি সমস্যা ও প্রতিকার…..

    বাচ্চাদের মধ্যে কৃমির সমস্যা যদি বারবার দেখা দেয়, তাহলে এর পেছনে কিছু সাধারণ কারণ এবং প্রতিকার সম্পর্কে জেনে নেওয়া গুরুত্বপূর্ণ…

    কারণসমূহ:

    1. পরিচ্ছন্নতার অভাব:

    বাচ্চারা হাত ধুতে অবহেলা করে, মাটি বা ময়লা মুখে দেয়, এবং অপরিষ্কার খাবার খায়। এগুলো কৃমি সংক্রমণের প্রধান কারণ।

    1. কৃমির পুনঃসংক্রমণ:

    কৃমি ডিম মাটিতে, নখে, এবং অস্বাস্থ্যকর পরিবেশে থাকতে পারে। বাচ্চারা বারবার এগুলোতে সংস্পর্শে এলে পুনঃসংক্রমণ ঘটে।

    1. পরিবারের অন্য সদস্যদের সংক্রমণ:

    পরিবারের কোনো সদস্য কৃমিতে আক্রান্ত হলে, সেখান থেকে বাচ্চারাও সংক্রমিত হতে পারে।

    1. সঠিকভাবে কৃমিনাশক ব্যবহার না করা:

    অনেক সময় কৃমিনাশক ওষুধ ঠিকমতো প্রয়োগ না করলে সব কৃমি মারা যায় না।

    1. পুষ্টিহীনতা ও দুর্বল ইমিউন সিস্টেম:

    অপুষ্টির কারণে শরীর কৃমির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারে না।

    চিকিৎসা ও প্রতিকার:

    ১. প্রাথমিক চিকিৎসা:

    কৃমিনাশক ওষুধ যেমন মেবেনডাজল বা আলবেনডাজল প্রয়োগ করতে হবে।

    এক ডোজের পর ২ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দিতে হবে, কারণ প্রথম ডোজে কৃমির ডিম নষ্ট নাও হতে পারে।

    ২. পরিবারের সবাইকে চিকিৎসা:

    কৃমি সমস্যার ক্ষেত্রে পরিবারের সবাইকে একসঙ্গে কৃমিনাশক ওষুধ খাওয়ানো উচিত।

    ৩. পুষ্টি নিশ্চিত করা:

    বাচ্চার খাদ্যতালিকায় প্রোটিন, ভিটামিন এ, ও আয়রন সমৃদ্ধ খাবার রাখতে হবে, যাতে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়।

    ৪. পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা:

    বাচ্চাকে প্রতিবার খাওয়ার আগে ও টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধুতে শেখাতে হবে।

    নখ ছোট রাখতে হবে।

    খেলনা এবং অন্যান্য ব্যবহৃত জিনিস পরিষ্কার রাখতে হবে।

    ৫. পরিবেশের স্বাস্থ্যবিধি:

    বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।

    টয়লেট ব্যবস্থার উন্নয়ন।

    পানীয় জল ফুটিয়ে পান করা।

    ৬. স্কুলে সচেতনতা:

    স্কুল বা খেলার জায়গায় কৃমির সংক্রমণ এড়াতে নিয়মিত স্বাস্থ্য সচেতনতা কার্যক্রম চালানো প্রয়োজন।

    Dr. Rezbaul hasan royal

Verified by MonsterInsights