Tag: Doctor jokes

  • ৬০ বছরের এক বৃদ্ধ ডাক্টারের চ্যাম্বারে গেলো..

    ৬০ বছরের এক বৃদ্ধ ডাক্টারের চ্যাম্বারে গেলো..

    ৬০ বছরের এক বৃদ্ধ ডাক্টারের চ্যাম্বারে গেলো।

    ডাক্টার সাহেব পরীক্ষা নীরিক্ষা করে কিছু উপদেশ দিয়ে পাঠিয়ে দিলেন।

    কয়েক দিন পর, ডাক্টার সাহেব ঐ লোকটিকে রাস্তায় একজন কম বয়সী সুন্দরী মহিলার হাত ধরে হাঁটতে দেখলেন।

    এবং তারা দুজনেই খুব হাসিখুশি ছিলো।

    আরো, কিছুদিনপর, ঐ লোকের সাথে দেখা হলে, ডাক্টার সাহেব বললেন….

    “”আমার সত্যিই খুব ভালো লাগছে এটা জেনে যে, আপনি খুব ভালো আছেন””

    বৃদ্ধ লোকটি ডাক্টার কে দেখে খুব খুশি হলো এবং ধন্যবাদ জানালো আর বললো,

    ডাক্টার সাহেব আপনি সেদিন বললেন না যে…..

    “”Get a hot mamma and be cheerful…””

    আমি আপনার উপদেশমত চলেছি আর সেজন্যই আমি ভালো আছি।

    এই কথা শুনে ডাক্টার সাহেব চোখ বড় বড় করে তাকালেন আর মাথায় হাত দিয়ে চেয়ার এ বসে পড়লেন আর বিড় বিড় করে বললেন, ওরে গাধারে গাধা……

    আমি বলেছিলাম…..

    “””you have got a heart murmur and be careful “””

    ……… 😛

    Dr. Rezbaul Hasan

  • ডাক্তার বড় ভাইয়ের মিডিয়ায় কাজ করার খুব শখ ছিলো..

    ডাক্তার বড় ভাইয়ের মিডিয়ায় কাজ করার খুব শখ ছিলো..

    ডাক্তার বড় ভাইয়ের মিডিয়ায় কাজ করার খুব শখ ছিলো।

    সমস্যাটা হলো, পড়তে পড়তে ভাইয়ার মাথায় কোন চুল ছিলো না। ভাইয়া তো স্টেডিয়াম টাইপ মাথা নিয়ে খুব বিপদে পড়লেন।

    অনেকদিনপর, খুব খুশি হয়ে জানালেন….তিনি খুব ভালো একটা তেল কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার অফার পেয়েছেন।

    আর আজকে কোম্পানির ডিরেক্টরের কাছে যাবেন ডিল সাইন করতে।

    আমিও খুব খুশি হলাম।

    কিন্তু পরে শুনলাম তিনি ডিলটা সাইন করেন নাই।

    ব্যাপারটা খুব অবাক করলো আমাকে।

    জিজ্ঞেস করলাম ঘটনা কি? সাইন করলেন না কেনো?

    ->আর বলিশ না। ওরা বললো আমাকে দিয়ে এ্যাড এবং বিলবোর্ড তৈরি করবে…

    -> হ্যাঁ ভালো কথা তাতে কি হয়েছে?

    -> আরে শোন্ আগে। বিল বোর্ডে কি লেখা থাকবে জানিস?

    -> কি?

    -> প্রথমে আমার বড় একটা ছবি আর তার নিচে বড় বড় করে লেখা থাকবে
    “‘” নকল তেল হতে সাবধান!!!!””

    ………………….. 😛

    Dr. Rezbaul Hasan

Verified by MonsterInsights