Tag: Auto Rickshaw

  • অটো ওলা মামার চালাকি….🤪

    অটো ওলা মামার চালাকি….🤪

    একজন অটোচালক কিভাবে তিন থেকে চারগুণ ভাড়া আদায় করে………


    ১। এক ছেলে গার্লফ্রেন্ডকে নিয়ে দিনাজপুর রামসাগর ঘুরতে যাবে! সে যেখান থেকে যাবে সেখান থেকে ভাড়া সবোর্চ্চ ৩০/-।

    -> মামা যাবেন?

    -> হ! যামু! কই যাবেন?

    -> রামসাগর দুইজন! কতো ভাড়া?

    -> ১০০ টাকা

    -> কি কন মিয়া? ৩০ টাকা ভাড়া ১০০ টাকা চাচ্ছেন কেনো?

    -> ঠিক আছে! ওঠেন! তয় রাস্তায় লোক্ পাইলে তুইলা নিমু!

    -> না, না, লোক তোলা যাবে না!

    চলেন ১০০ টাকাই নিয়েন!

    অটোঅলার মুচকি হাসি………

    ২। এক মেয়ের প্রইভেট শেষ হওয়ার কথা ৫ টায়। সে প্রাইভেট শেষ করে অটো নিলো।

    মাঝপথে অটো থামিয়ে বয়ফ্রেন্ডের সাথে চা-কফি খেয়ে আড্ডা দিলো ১ ঘন্টা।

    অটোঅলা চুপ করে বসেছিলো।

    বাসার সবাই অস্থির হয়ে নিচে নেমে ফোন দিচ্ছে বার বার।

    এদিকে মেয়ে অটোতে উঠে বলছে….”””মামা তাড়াতাড়ি যান্””…এমনিতে সামনে জ্যাম।

    মামার মেজাজ গরম হয়ে গেলো!

    অটোথামিয়ে বললো….”””তুমি প্লেইন ভাড়া করে যাও!”””

    অগত্যা সরি বলে মেয়ে চুপ মেরে বসে আছে। বাসার কাছে যাওয়া মাত্র মেয়ের মা, বোন, ভাই ছুটে এসেছে! দেরি হলো কেনো তোর?

    অটোচালককে বললো ভাড়া কতো??

    -> ১৫০ টাকা

    মেয়ের ভাই ঝাড়ি দিলো! মিয়া ৩০ টাকার ভাড়া ১৫০ টাকা চান কেনো?

    “””আপনার বোন অটো থামিয়ে কলো করে লম্বা, চশমা পড়া একটা ছেলের সাথে দেড় ঘন্টা আড্ডা দিয়েছে! তাই অপেক্ষা করার জন্য ভাড়া ১৫০ টাকা!”””

    ভাই ক্ষেপে গিয়ে ১৫০ টাকা বের করে দিয়ে মেয়ের দিকে ঘুরে বলছে ”’চল্ বাসায় তোর খবর আছে”””
    …….. 😛

    Dr. Rezbaul Hasan

Verified by MonsterInsights