Tag: সূর্য থেকে আগত ক্ষতিকর রে

  • সানস্ক্রিন বর্তমান সময়ে একটি বহুল আলোচিত ও ব্যবহৃত প্রোডাক্ট….

    সানস্ক্রিন বর্তমান সময়ে একটি বহুল আলোচিত ও ব্যবহৃত প্রোডাক্ট….

    সানস্ক্রিন বর্তমান সময়ে একটি বহুল আলোচিত ও ব্যবহৃত প্রোডাক্ট….

    নারী,পুরুষ, তরুন,যুবকসহ মধ্যবয়স্ক থেকে শুরু করে সকল বয়সের সচেতন মানুষই এখন সানস্ক্রিন ব্যবহার করেন….

    সূর্য থেকে আগত ক্ষতিকর রে সম্পর্কে জেনে নিই প্রথমে……সূর্য থেকে বিকিরণ পদ্ধতিতে পৃথিবীতে আগত রে গুলো হলো…..

    Ultraviolet (UV) Ray (200-400 nm)
    Visible Light (400-760 nm)
    Infrared Ray ( >760 nm)

    এর মধ্যে UV Ray আমাদের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর….

    UV Ray গুলো হলো…..

    1. UV A (320-400 nm)
    2. UV B (280-320 nm)
    3. UV C (200-280 nm)

    UV- B ray মূলত সকাল ১০ টা থেকে দুপুর ২ টা এই সময়ে বেশি কাজ করে এবং এর স্কিনে Erythema বা Tanning করার ক্ষমতা UV A থেকে ১০০০ গুন বেশি।

    অপর দিকে…. UV A যদিও UV B থেকে কম কাজ করে,কিন্তু দিনের বেশিরভাগ সময়ে আমরা UV A এর সরাসরি সংস্পর্শে থাকি, তাই এটি বেশি সময় পায় স্কিনের ক্ষতি করার…

    ফলে….. UV A প্রায় UV B এর সমান ক্ষতি করার সামর্থ্য রাখে…..

    আচ্ছা UV ray গুলো কি শুধুমাত্র সূর্য থেকেই আসে?…না!

    আমাদের বাসাবাড়ির লাইট, চুলার আঁচথেকেও
    UV Ray এর সমান wave এর Rays বের হয়…এবং এগুলোও আমাদের স্কিনের ক্ষতি করে….

    UV- Ray আমাদের শরীরে কী কী ক্ষতি করে….

    Erythema ( স্কিন লালচে করা)
    Tanning (রোদে পুড়ে তামাটে বর্ণ)
    premature aging called photo aging (বয়সের ছাপ)
    Skin cancer
    Cataracts (চোখে ছানি পড়া) and other eye damage
    Immune system supressor (শরীরের প্রতিরক্ষা ক্ষমতা কমিয়ে দেয়া)

    **UV ray আমাদের স্কিন এর DNA change করে premature aging and Skin cancer করে…..মানে স্কিনে বয়সের ছাপ তৈরি করে…..

    মূলত DNA Damage, melanocyte (Melanocyte থেকে Melanin তৈরি হয় যা আমাদের স্কিন এর রং এর জন্য দায়ী) redistribution বা synthesis এবং cytokine production এর মাধ্যমে তারা স্কিনের এই ক্ষতিগুলো করে থাকে….

    হয়তো কিছু টা বুঝতে পারছেন….. সানস্ক্রিনের প্রয়োজনীয়তা কতখানি।

    Sunscreen গুলো.. ২ টি ফর্মে বাজারে পাওয়া যায়….
    ->Physical
    ->Chemical

    Physical Sunscreen গুলো সরাসরি UV Ray গুলোকে reflect করে ফেরত পাঠায় এবং শরীর বা স্কিনের ক্ষতি রোধ করে। এগুলো Inorganic component দিয়ে তৈরি। তাই এক ধরনের সাদা পেস্টের মতো হয়। এবং মুখে বা স্কিনে সাদা দাগের মতো হয়ে থাকে। আপনারা হয়তো ক্রিকেট বা ফুটবল খেলোয়ারদের মুখে হাতে সাদা দাগ দেখে থাকবেন যা Physical Suncreen মাখার জন্য হয়। যদিও এটি খুব দ্রুত কাজ করে….তবুও অনেকেই কসমেটিক কারণে ব্যবহার করতে চান না….

    অনেক সময় Physical Suncreen এ Allergic reaction হতে পারে এবং অনেকেরই ব্যাবহারের পর স্কিনে দাগ পড়ে যেতে পারে…তাই এগুলোর ব্যবহার কিছুটা কম।

    **** Chemical Sunscreen গুলোই বেশিরভাগ মানুষ ব্যবহার করে…

    এগুলো মূলত স্কিনে আগত UV Ray গুলো শোষণ করে নেয় এবং সেগুলোকে তাপ এ রুপান্তর করে এবং শরীর থেকে বের করে দেয়।

    এগুলো কাজ করতে ২০-৩০ মিনিট সময় লাগে। তাই বাইরে যাওয়ার ৩০মিনিট পূর্বে সান এক্সপোজ এরিয়াতে মাখতে হয়।

    এগুলোতে…. স্কিনে কোন দাগ হয় না, চামড়ার সাথে মিশে যায়…Chemical sunscreen গুলো water & sweat resistant হয়। তাই সাধারণ ঘাম,পানিতে মুছে যায় না।

    এখন আসি, SPF কি?

    SPF হলো…..Sun protective factor (SPF).

    এটি মূলত একটি সানস্ক্রিনের কার্যক্ষমতা নির্ধারন করে।

    যেমন কোন সানস্ক্রিনের SPF ৩৫+ এর অর্থ হলো কোন স্কিনে Suncreen লাগানো থাকলে তা যে পরিমান Erythema (লালচে স্কিন) করে, ঐ সানস্ক্রিন লাগানো না থাকলে তার থেকে ৩৫ গুন বেশি Erythema করে, মানে ৩৫ গুন বেশি সুরক্ষা দেয়।

    আচ্ছা কতো SPF এর Suncreen Use করবেন? এটা জানতে হলে Skin types সম্পর্কে জানতে হবে……

    চলুন দেখে আসি স্কিন টাইপ কতো প্রকার ও কি কি? আর কোন ধরনের স্কিন কেমন হয়….?

    Fitzgerald Skin types….

    Type 1: Color Ivory white
    Burns very easily in the sun. This type of Skin extremely susceptible to sun damage and skin cancer. Need…..SPF 35+ to 50+ Sunscreen.

    Type 2: skin color white and Easily Burns in the sun. Susceptible to sun damage and skin cancer. 30+ to 50 SPF

    Type 3: Color Olive brown which is moderately burn in the sun. 30+ SPF

    Type 4: Light brown and Burns minimally in the sun.

    Type 5: Always Brown and Rarely burn in the sun.

    Type 6: Always Dark brown and do not burn in the Sun.

    আমাদের দেশের জন্য কত SPF দরকার?

    সাধারণত আমাদের দেশের মানুষের Skin Type 4,5 এর মধ্যে সীমাবদ্ধ। তাই আমাদের জন্য SPF 15+ ই যথেষ্ট এবং এটা আমাদের ৯৩% UV Ray Protection দিতে সক্ষম। তাই রেগুলার ব্যাবহারের জন্য SPF 15+ এবং যারা দীর্ঘসময় রোদের সংস্পর্শে থাকেন তাদের জন্য SPF 30+ যথেষ্ট।

    তাহলে সানস্ক্রিন কেন ব্যাবহার করবেন?

    ১. Skin Tanning বা কালো দাগ থেকে বাঁচতে
    ২. Erythema বা চামড়া লাল হওয়া থেকে বাঁচতে
    ৩. Premature Aging থেকে বাঁচতে
    ৪. Skin Cancer প্রতিরোধ করতে

    কখন সানস্ক্রিন ব্যাবহার করবেন….

    ১. বাইরে রোদে যাবার ৩০ মিনিট আগে লাগাতে হবে
    ২. মুখ,কপাল,ঘাড়,গলা, হাত সকল যায়গায় লাগাতে হবে….
    ৩. ২-৩ ঘন্টা পর পর লাগাতে হবে….
    ৪. শুধু রোদে না, উজ্জ্বল আলো,চুলার পাশে গেলেও লাগাতে হবে….

    কীভাবে সানস্ক্রিন লাগাবেন?

    এক্ষেত্রে ২ টি নিয়ম বলা হয়….

    ১. Tea Spoon Rules :
    পুরো মুখের জন্য 1 Tea spoon পরিমান নিয়ে পুরো মুখ, গলা, ঘাড় কভার করে লাগাতে হবে….
    একইভাবে Hand,Feet,Trunk এর জন্য 1 Tea spoon করে লাগাতে হবে….

    ২. House Paint Rules :
    এক্ষত্রে একবার পুরো মুখে লাগানোর পর পুনরায় একই নিয়মে পুরো মুখে আবার লাগাতে হবে যাতে করে কোন যায়গা বাদ না পরে….

    কোন সানস্ক্রিন ব্যাবহার করবেন?
    বাজারে বিভিন্ন ব্র‍্যান্ডের বিভিন্ন Composition এর সানস্ক্রিন পাওয়া যায়….

    যাদের Oily skin তারা Oil Free Acne Protective সানস্ক্রিন ব্যবহার করতে পারেন….

    যাদের মেছতার (Melasma) সমস্যা আছে তারা Anti Melasma Sunscreen ব্যাবহার করবেন…

    যাদের স্কিন শুষ্ক থাকে তারা Aquaphilic Sunscreen ব্যাবহার করবেন….

    যারা দীর্ঘ সময় বাইরে বা উজ্জ্বল আলোতে থাকেন তারা এমন সানস্ক্রিন ব্যাবহার করবেন যেটা…….
    UV- A+UV -B (Broad spectrum)দুটো থেকেই সুরক্ষা দেয়….

    ধন্যবাদ….

    Dr. Rezbaul Hasan Royal

Verified by MonsterInsights