এক যুবক ডাক্তারের চ্যাম্বারে গেলেন।
ডাক্তার সাহেব তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যুবকটি হাইপারটেসিভ(হাই প্রেসারের রোগী)…
ডাক্তার সাহেব তাকে কিছু পরামর্শ এবং ওষুধ লিখে দিয়ে বললেন…
-> আপনার এই অল্প বয়সেই হাই প্রেসার, একটু সাবধানে থাকবেন। আপনার ফ্যামিলিতে কেউ হাই প্রেসারের রোগী আছেন?
-> না, স্যার। সম্ভবত এটা আমার ওয়াইফ এর পরিবার থেকে এসেছে……
ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন, আপনার এই রোগটা যদি জেনেটিক হয় তবে, সেটা কোনোভাবেই আপনার ওয়াইফ এর পরিবার থেকে আসা সম্ভব নয়। হয় আপনার বাবার নয়তো মায়ের ফ্যামিলি থেকে আসবে আপনার মাঝে………বুঝলেন?
-> না না, ডাক্তার সাহেব আপনি বুঝেন নাই! আমার শ্বাশুড়ি সাথে ১ টা কথা বললেই বুঝবেন কোথা থেকে আমার হাইপারটেনশন হয়েছে………বলবেন নাকি?
ডাক্তার সাথে তড়িঘড়ি করে বললেন……থাক্, থাক্ দরকার নেই……
…….. 😛
Dr.Royal