Tag: মেডিকেল কলেজ কৌতুক

  • রোগী ও ডাক্তার বাবু…

    এক আন্টি ডাক্টারের চ্যাম্বারে গেলেন….
    আন্টি : ডাক্টার সাহেব, আমার স্বামী প্রতিদিন রাতে স্বপ্নে কথা বলে। কি করা যায় বলুন তো?
    ডাক্টার সাহেব : কিছু করতে হবে না। আপনি ওনাকে দিনের বেলা কথা বলার সুযোগ দিন। তাহলে এমনিতেই সেরে উঠবে।
    ……. 😛

  • ডাক্তার কৌতুক

    ডাক্টার বাবু নতুন নতুন বিয়ে করেছেন। বউ আবার নন্ মেডিকেল।
    একদিন শ্বশুর বাড়িতে বেড়াতে গেলেন।
    ভেবেছিলেন খেয়েদেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। কিন্তু তা আর হলো না। অবশ্য এরকমটি তার প্রায় হয়। ছাত্র কাল থেকে। তাই মাঝে মাঝে clonazepam 0•5 (ঘুমের ওষুধ) খেতে হয়।
    যাইহোক্ বেড এ কিছুক্ষণ গড়াগড়ি করে কোন লাভ হচ্ছে না দেখে, বউকে ডেকে বললেন ঘরে দেখতো ক্লোনাজিপাম, ডায়াজিপাম, হিস্টাসিন, ডেসলর জাতীয় কোন ওষুধ আছে কিনা?
    বউ অনেক খোঁজাখুঁজি করে বললেন, নাহ্ ওসব কিছু নাই।
    ঠিক্ আছে, বাইরে যদি পরিচিত কেউ থাকে তবে তাকে ফোন করে একটা ক্লোনাজেপাম ০•৫ আনতে বলো।
    বউ ওদিকে ফোন দিচ্ছেন। আর ডাক্টার বাবু একটা বই খুলে শুয়ে শুয়ে পড়তে লাগলেন।
    পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছেন নিজেও জানেন না।
    হঠাৎ ডাকাডাকি কানে আসলো। এই শুনছো?……সাথে ধাক্কাও অনুভব করলেন। ওমনি সোনার টুকরো ঘুম খানি পালিয়ে গেলো।
    …..ঘুম জড়িত কন্ঠে…..”””কি হয়েছে???”””
    বউ….আরে, তুমি না ওষুধ আনতে বলেছিলে? আনছে তো। ওষুধটা খেয়ে ঘুমাও।
    ………..ওরে, গাধারে। ওটা ঘুমের ওষুধ। আর আমি ঘুমাচ্ছিলাম।
    বউ….তখন জিহ্বায় কামড় দিয়ে মাথায় হাত। হাহাহা…..

    Dr. Rezbaul Hasan Royal

  • দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে…..

    দুই বন্ধুর মধ্যে কথা হচ্ছে…..
    ১ম বন্ধুঃ আমার ওয়াইফ এর লিপস্টিকের স্বাদ একদম আলাদা। এক্সক্লুসিভ…… বুঝলি?
    ২য় বন্ধুঃ হ। জানি। ফ্রস্টেড শাইনিং ফিনিশের লিপস্টিক, মেটালিক গোল্ড….প্রথম দিকে একটু মিষ্টি-মিষ্টি, ঠান্ডা- ঠান্ডা…. বাট্ শেষের দিকে….একটু তিতা তিতা লাগে….খেয়াল করে দেখিস……
    …………….. 😛

Verified by MonsterInsights