Tag: কৌতুক

  • কার কার সাথে এমন হয়েছে……

    কার কার সাথে এমন হয়েছে……

    ফুটফুটে সুন্দর একটা বাবু। প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, প্রিপিউস চিপকে পথ টা সরু হয়ে গেছে । ৪/৫ বছর বয়স হবে হয়তো। ভালো করে দেখে, Circumcision (মুসলমানি) করার জন্য কাউন্সেলিং করলাম। কারণ, খুব দ্রুত মুসলমানি করতে হবে নয়তো ইনফেকশন হয়ে যাবে…..

    জুম্মার নামাজের পর বাবু কে পাঞ্জাবি টুপি পড়িয়ে ওর মা বাবা নিয়ে আসলো।

    বাচ্চা কাছে এসে লম্বা করে সালাম দিলো, হাত মলাকাত করলো…..

    খুব খুশি হলাম, কি ভদ্র বাচ্চা! মাশাল্লাহ। মনে মনে ভাবলাম বাচ্চা সহসী আছে, বেশি চিল্লাপাল্লা করবে না…..

    ওটি তে নিয়ে প্যান্ট খুলে বেবি নিডেল দিয়ে যেই না লোকাল পুশ করলাম, ওমনি….শুরু হয়ে গেলো গালিগালাজ……

    এই ডাক্তারের বাচ্চা….তোকে দেখে নিবো! তোর পিছে কুত্তা লাগিয়ে দিবো…ও মাগো, ও বাবাগো আর সব কেটে নিয়ে গেলো…সবাই তো হোহো করে হেসে দিলো….আমি তো ভয় ই পাচ্ছিলাম না জানি রাস্তাঘাটে দেখে চিনতে পারলে আবার কপালে বল ছুড়ে মারে…..

    পকেট থেকে একটা ললিপপ বের করে বাচ্চার মুখে ঢুকিয়ে দিয়ে Alisklam device পড়িয়ে দিয়ে ঝটপট কাজ শেষ করে মলদ্বারে একটা ১২.৫ ভল্টালিন ঢুকিয়ে দিয়ে প্যান্ট পরিয়ে দিলাম….

    যাওয়ার সময় সালাম দিলাম, সালাম তো নিলোই না, উল্টো ভয়ংকর লুক দিলো……🤣

    Dr. Rezbaul Hasan royal

  • মেডিকেল জোক্স

    মেন্টাল হট্ লাইন থেকে ফোন আসলে কেমন হবে… 😛
    -> আপনার যদি OCD থাকে তবে…বার বার শূন্য চাপুন…..
    -> আপনি যদি co-dependent হন….তবে, কাউকে বলুন ২ চাপতে….
    -> আপনার যদি Dissociative identity disorder (multiple personality disorder) থাকে তবে….২,৩,৪,৫,৬,৭…….চাপুন
    -> আপনি যদি paranoid হন তাহলে….আমরা জানি আপনি কে এবং কি বলতে চাইছেন। আমাদের সাথেই থাকুন যাতে আমরা আপনার কল্ ট্রেস করতে পারি……
    -> আপনি যদি Delusional হন তবে, ৩ চাপুন এবং আপনার কল্ আপনার কাঙ্ক্ষিত লোকের কাছে ট্রান্সফার করা হবে…..
    -> আপনার যদি Schizophrenia থাকে তবে, মন দিয়ে শুনুন আস্তে করে কেউ একজন আপনাকে বলে দিবে কোন নাম্বারটা চাপতে হবে…..
    -> আপনি যদি Manic-depressive হন তাহলে, যা ইচ্ছা চাপুন কেউ উত্তর দিবে না……
    -> আপনার যদি Amnesia থাকে তাহলে, ৪ চাপুন এবং আপনার নাম, ঠিকানা, ভোটার আইডি নাম্বার, ফোন নাম্বার, মায়ের নাম, বাবার নাম, শ্বশুর-শ্বাশুড়ির নাম, দাদি-নানী শ্বাশুড়ির সহ চোদ্দগুষ্টির নাম ঠিকানা বলুন…….
    -> আপনার যদি Bipolar disorder থাকে তবে, বিপ্ শোনার পরে অথবা বিপ্ শোনার আগে অথবা বিপ্ শোনার পরে আপনার মেসেজ রেকর্ড করুন এবং বিপ্ শোনার জন্য অপেক্ষা করুন…….
    -> আপনি যদি Low self-esteem হয়ে থাকেন, তাহলে বাদ দেন, আপনার সাথে আমাদের অপারেটরদের কথা বলার টাইম নাই…….
    -> আপনার যদি short-time memory loss সমস্যা থাকে তাহলে ৫ চাপুন, ৫ চাপুন, ৫ চাপুন, ৫ চাপুন, ৫ চাপুন………..
    ………… 😛

    Dr.royal

  • স্বামী-স্ত্রী জোকস্

    এক ধনকুবের তার তিন মেয়েকে বিয়ে দিলেন।
    সব কিছুই ঠিকঠাক চলছিলো….হঠাৎ করে শ্বাশুড়ি র মাথায় একটা বুদ্ধি আসলো যে, তাকে তার জামাই রা কতোটা ভালোবাসে চেক্ করা দরকার…….
    তিনি পরের দিন প্রথম জামাই কে ডাকলেন এবং তাকে নিয়ে নদীর পড়ে হাঁটতে বের হলেন….
    হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি নদীতে লাফ দিলেন…….
    প্রথম জামাই সাথে সাথেই নদীতে লাফ দিয়ে শ্বাশুড়ি কে বাঁচালেন।
    পরের দিন, শ্বাশুড়ি আম্মা, সেই জামাই কে একটা world best bike “Kawasaki ninja H2R ” bike আর একটা মেসেজ পাঠেলন, Thank you son for saving my life…….
    তারপর…..একিভাবে দ্বিতীয় জামাইকেও টেস্ট করলেন…….
    দ্বিতীয় জামাইও সো ডেডিকেটেড। একিরকম সাতার কেটে শ্বাশুড়ি কে বাঁচালেন।
    পরেরদিন, তাকেও Kawasaki ninja H2R bike আর একটা মেসেজ পাঠেন শ্বাশুড়ি আম্মা….thank you son for saving my life……
    এরপর তৃতীয় জামাইকে ডাকলেন এবং বিকেল বেলা…. হাঁটতে গিয়ে নদী তে একিভাবে জাম্প দিলেন শ্বাশুড়ি আম্মা……..
    তৃতীয় জামাই ছিলো কবি টাইপ….সে কোনোকিছু খেয়াল ই করলো না, কবিতা আবৃত্তি করতে করতে অনেক দূর গিয়ে….হঠাৎ পিছনে ফিরে দেখে শ্বাশুড়ি নাই…..সে ভাবলো বিরক্ত হয়েছে মনে হয়……তাই সে বাসায় চলে গেলো…….
    পরেরদিন একটা Luxurious Audi car আর একটা চিরকুটে মেসেজ আসলো তার কাছে…..
    “””‘Thank you son for saving my life….”””””…….. From..Your Father in law……

  • রোগী ও ডাক্তার বাবু…

    এক যুবক ডাক্তারের চ্যাম্বারে গেলেন।
    ডাক্তার সাহেব তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যুবকটি হাইপারটেসিভ(হাই প্রেসারের রোগী)…
    ডাক্তার সাহেব তাকে কিছু পরামর্শ এবং ওষুধ লিখে দিয়ে বললেন…
    -> আপনার এই অল্প বয়সেই হাই প্রেসার, একটু সাবধানে থাকবেন। আপনার ফ্যামিলিতে কেউ হাই প্রেসারের রোগী আছেন?
    -> না, স্যার। সম্ভবত এটা আমার ওয়াইফ এর পরিবার থেকে এসেছে……
    ডাক্তার সাহেব হাসতে হাসতে বললেন, আপনার এই রোগটা যদি জেনেটিক হয় তবে, সেটা কোনোভাবেই আপনার ওয়াইফ এর পরিবার থেকে আসা সম্ভব নয়। হয় আপনার বাবার নয়তো মায়ের ফ্যামিলি থেকে আসবে আপনার মাঝে………বুঝলেন?
    -> না না, ডাক্তার সাহেব আপনি বুঝেন নাই! আমার শ্বাশুড়ি সাথে ১ টা কথা বললেই বুঝবেন কোথা থেকে আমার হাইপারটেনশন হয়েছে………বলবেন নাকি?
    ডাক্তার সাথে তড়িঘড়ি করে বললেন……থাক্, থাক্ দরকার নেই……


    …….. 😛

    Dr.Royal

  • হাসপাতাল জোক্স

    Surgery ওয়ার্ড এ দুজন লোক্ পাশাপাশি বেড এ শুয়ে আছে……
    তাদের মধ্যে কথা হচ্ছিল….
    ১ম জন : তোমার কি হয়েছিলো?
    ২য় জন : মুখের ভিতর দিয়ে ক্যামেরা ঢুকিয়েছিলো…….মানে Endoscopy করেছিলো স্টোমাক ক্যান্সার হয়েছে কিনা দেখার জন্য……! তোমার কি হয়েছিলো????
    ২য় জন: পিছন দিয়ে ক্যামেরা ঢুকিয়েছিল।
    ১ম জন : ওহ্ Proctoscopy করেছিলো, রেক্টাল ক্যান্সার হয়েছে কিনা দেখার জন্য????
    ২য় জন : না, না…..ভাই…….
    ১ম জন : তাহলে?
    ২য় জন : পাশের বাড়ির ছাদে একটা মেয়ে দাঁড়িয়ে ছিলো আর আমি ক্যামেরা দিয়ে ছবি তুলেছিলাম। আর সেটা আমার বউ দেখে ফেলেছিলো……..

  • ডাক্তার কৌতুক

    আমার মাথায় ঢুকে না, ডাক্তার দের বিসিএস পরীক্ষায় সন্ধী, প্রত্যয়, অপিনিহিতি, মধ্যস্বরলোপ আরো কতো কি পড়ে কি হবে……….
    যেমন ধরুন,
    রোগী conjunctivitis নিয়ে এসে কি বলবে……
    -> ডাক্+তার সাহেব…..আমার্+অ নে+অন্ এ লাল হয়েছে, বীতিহোত্র হচ্+ছ+এ, আমি তমিস্র দেখতেছি,
    -> আপনার নাম কি?
    -> আচল স্যার….
    -> না না, হয় নাই…..আঁচল হবে… আ এর ওপর একটা পরাশ্রয়ী বর্ণ ঁ দিতে ভুলে গেছেন। আমি আপনার সব কথাই √শ্রু+অনট্ করিলাম……এতো ভৌ+উক্ হবেন না। √নী + অনট্ এ উদক দিয়ে ধৌ+ত করিবেন নিয়মিত…….আর √বচ্ +ক্ত ঔষধ গুলো নিয়মিত খাবেন……..কিছুদিনের মধ্যে আপনার √নী+অনট্…….রোগ √মুচ্+ক্ত হয়ে যাবে………
    এই বলিয়া ডাক্তার সাহেব তার কম্পাউন্ডার কে ডেকে….. বলবেন….আমি তৃষ্ণা + ঋত্….. আমাকে সলিল দাও এক গ্লাস…….
    এরকম কি? তাহলে…..কি প্রয়োজন…..তারচেয়ে রোগ, রোগী, ড্রাগ….কিংবা…সব মেডিকেল রিলেটেড এক্সাম হলে ভালো হতো না?????

    Dr.Royal

  • ডাক্তার জোক্স

    Husband কে খুব ভালো করে চেকআপ করে ডাক্তার সাহেব তার ওয়াইফ কে চ্যাম্বারে ডেকে বললেন…..
    দেখুন, আপনার Husband severe stress disorder এ ভুগতেছেন। আমি কিছু Instructions দিচ্ছি যে গুলো আপনাকে মেনে চলতে হবে নয়তো উনি আর বেশি দিন বাঁবেন না……
    -> প্রতিদিন সকাল বেলা healthy breakfast তৈরি করে খাওয়াবেন, দুপুর ও রাতেও Nutritious meal দিবেন। কোনোভাবেই প্রেসার ক্রিয়েট করবেন না। শান্তি মতো ঘুমাতে দিবেন। নিয়মিত ওষুধ খাওয়াবেন। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে….
    সব শুনে কিছুক্ষণ পর wife বের হলে, Husband জিজ্ঞেস করলো…ডাক্তার সাহেব কি বললো তোমাকে…
    ওয়াইফ একটা নিঃশ্বাস ফেলে বললো……
    “তোমার আর বাঁচার আশা নাই গো…..তুমি শেষ…..” 😛

    Royal

  • মেডিকেল জোক্স


    এক বন্ধু ফোন দিয়েছে….
    ভালোমন্দ জিজ্ঞেস করার পর সমস্যার কথা বললো…..
    তার, বাবার এমন সিচুয়েশন যে হসপিটালাইজেশন অতিবো জরুরি হয়েছে। ১০ টা মিনিট ও লেট করা ঠিক হবে না।


    সে, ঐ ঘুরিয়ে পেচিয়ে বলে কিনা, বাসায় কি করা যাবে, সেটা বল্? বাবার বয়স হয়েছে, এদিকে আবার করোনা মহামারী চলছে, সব মিলে…..বুঝতেই পারতেছিস।


    এইতো গেলো মেজাজটা খারাপ হয়ে। ওর বাবা স্ট্রোক (হিস্ট্রি তে পরিষ্কার মনে হচ্ছে) করেছে,


    এখন, স্যালাইন দিতে হবে, নাকে নল্ দিয়ে খাওয়াতে হবে, প্রস্রাবের রাস্তায় নল্ দিতে হবে…..আরো অনেক কিছু। এগুলো বাসায় সম্ভব????


    সিটি-স্ক্যান করাতে হবে। শুনেই….সে ফাউল একটা কথা বলে উঠলো….এই টেস্ট সেই টেস্ট…..হাতে টাকা পয়সা নেই…..


    তোর মতো কুলাঙ্গার কে জন্ম দিয়ে আঙ্কেল যে ভুল করেছেন তার পরিণাম তো তাকে ভোগাতেই হবে…….


    সম্পর্ক নষ্ট হবে জন্য কিছুই বললাম না। শুনেছি সে নাকি বিয়ে করেছে……জানিনা, সেও সামনে তারমতোই কুলাঙ্গার জন্ম দিবে কিনা…..

    (কর্মের ফলটা তো তাকে পেতেই হবে একসময়)


    তাই জিজ্ঞেস করলাম……


    -> আচ্ছা তুই কোনো গাধাকে বিয়ে করলি না কেনো?

    আরে কিসব বলিস? মানুষ হয়ে গাধাকে বিয়ে করবো নাকি?


    এক্সাক্টলি, এই চিন্তাটা তোর বউ করলো না কেনো?


    Dr.Royal

  • রোগী ও ডাক্তার বাবু…

    ইটালিতে বৃষ্টির দিনে, ৯০ বছর বয়সী এক বৃদ্ধ জীবনে অতিষ্ঠ হয়ে, করোনা মহামারী তে মাস্ক না পরে পিছনে একটা লম্বা রড বেঁধে ঘুরে বেড়াচ্ছে।
    সাথে সাথে তাকে পুলিশ ধরে ফেললো।
    -> আপনি মাস্ক পরেন নাই কেনো?
    বৃদ্ধ……
    -> দেখুন স্যার….আমার Diabetes গত ৩৫ বছর ধরে, High pressure গত ২৭ বছর ধরে, CKD (chronic kidney disease) গত ২৫/২৬ বছর ধরে। এদিকে লিভার ক্যান্সার ধরা পড়েছে ৭ বছর হলো….সব মিলে জীবনে বেঁচে থাকার ইচ্ছে টা মরে গেছে।
    -> সে না হয় বুঝলাম, কিন্তু পিছনে রড বেঁধে এই কাক ভেজা বৃষ্টিতে ঘুরতেছেন কেনো?
    -> এতোকিছু তে যেহেতু মরিনি, আমার ধারণা আমি বজ্রপাতে মরবো। আর সেটাতেও যেনো মিস না হয় তাই রড বেঁধে নিয়েছি………. 😛

    Dr.Royal

  • কৌতুক

    এক চাইনিজ বাংলাদেশের ট্রেনে করে ঢাকা থেকে চিটাগাং যাচ্ছিলেন।
    হাঠাৎ করে সিটের নিচ থেকে একটা তেলাপোকা বের হয়ে আসলো। চাইনিজ লোকটি সেটা খপ করে ধরে গপ করে খেয়ে ফেললো………করণ, তেলাপোকা ছিলো তার প্রিয় খাবার।
    এই ঘটনা দেখে আশেপাশের সিটের সবার বমি করার মতো অবস্থা। ঠিক তখন বি-বাড়িয়ার এক লোকের মাথায় বুদ্ধি খেলে গেলো……
    সে নিজের সিট ঝাড়াঝাড়ি করলো আর ওমনি একটা তেলাপোকা বের হয়ে আসলো…আর সেই তেলাপোকা টা চাইনিজ লোকটি ধরার আগে সে খপ্ করে ধর ফেললো……আর সেই চাইনিজ কে দেখিয়ে বললো……
    “৫০ টাকা লাগবে! খাবি? “
    টাকা দে……… 😛

Verified by MonsterInsights