এক বড় ভাইসহ আজিজ সুপার মার্কেট থেকে শাহবাগ মোড় মাত্র ২০০মিটার রাস্তা রিক্সায় যাওয়ার জন্য… ভাই রিক্সা ডাকলেন।
-> এই মামা যাবেন?
-> কই যাইবেন?
-> সামনের মোড় এ….
-> ৩০ টাকা লাগবো।
বড় ভাই, আঁতকে উঠে বললেন….এই মিয়া জানো, উসাইন বোল্টের সামনের মোড়ে যাইতে মাত্র ১২ সেকেন্ড লাগবে।
-> সাইনবোর্ড তো, অনেকদূর। কি বলেন এসব?
-> আরে গাধা। সাইনবোর্ড না, উসাইন বোল্ট! জ্যামাইকার অধিবাসী।
-> এইটা আবার কে?
-> ১০ টাকায় যদি যাও, তাহলে বলবো উসাইন বোল্ট কে!
-> হেহেহে…..হাসাইলেন স্যার। হুসাইন কে ছিলো জাইনা কি করুম?
আমি হাসতে হাসতে বললাম, বাদ দেন ভাই। চলেন হেঁটে যাই।
না হলে ২০ টাকা দিলে মনে হয় যাবে। রিক্সা নেন।
পরে….২০ টাকা ঠিক করে, মোড়ে নামার পর, ভাড়া দিয়ে দিলে, রিক্সাওলা মামা টাকা গুণতে গুনতে বললো…..””স্যার বললেন না যে, হুসাইন কার জামাই ছিলো?””
…..এবার আমরা দুজনেই হাসতে হাসতে দৌড় দিলাম……. 😛
Dr. Rezbaul Hasan
