Tag: প্রস্রাবের ইনফেকশন

  • প্রস্রাবের ইনফেকশন (Urinary Tract Infection (UTI)

    প্রস্রাবের ইনফেকশন (Urinary Tract Infection (UTI)

    Urinary Tract Infection (UTI)
    মহিলাদের সবচেয়ে কমন একটি সমস্যা..

    Female দের এই সমস্যা ছেলেদের থেকে বেশি হয়। কারন Female দের urethra ছোট হয় এবং এর অবস্থান vagina ও Anal কাছে থাকে। যেখান থেকে সহজেই জীবানু মুএনালীতে প্রবেশ করতে পারে ও Infection করে।

    UTI এর কারণ….


    -প্রস্রাব আটকে রাখার জন্য।

    -প্রয়োজনে চেয়ে পানি কম খাওয়ার জন্য।

    -রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেলে যেমনঃ ডায়াবেটিস।

    -অপরিষ্কার পানি ব্যবহার করা।

    -Intercourse এর আগে ও পরে প্রস্রাব না করা।

    -কিডনিতে পাথর।

    -প্রস্রাবের পর ঐস্থান ভালোভাবে ও নিয়মমত পরিস্কার না করা।

    -কোনো কারনে ক্যাথেটার ব্যবহার করলে।

    -পরিস্কার পরিচ্ছন্নতার অভাব।

    -যৌনবাহিত কোনো রোগ থাকলে।

    -আগে একবার হয়েছিল কিন্তুু ঔষধের কোর্স ঠিকমতো
    কম্পিলিট করা হয় নাই। ইত্যাদি…

    Symptoms……


    -প্রসাব এর সময় ; প্রশ্বাবের রাস্তায় জ্বালাপোড়া (Dysuria)

    -প্রসাবের বেগ আসলে; ধরে রাখতে না পারা(Urgency)

    -ঘন ঘন প্রসাব এর চাপ আসা(Urine Frequency)

    -কোমড় থেকে তলপেটে ও ২ পাশে ব্যথা(Lion to grion pain)

    -Urine আটকে থাকা

    -বাজে তিক্ত গন্ধ থাকে অনেক সময়

    -প্রসাবের colur Change হয়ে যায়

    -Nausea & Vomiting

    UTI এর লক্ষন গুলোর মধ্যে এগুলাই most Common….

    এই লক্ষন গুলো দিয়েই মোটামুটি অনেক সময় UTI Diagnosis করা যায়।

    পরীক্ষা….

    -URINE R/M/E করে আমরা Confirm হতে পারি।

    Urine R/M/E তে Pus cell
    Epithelial cell Present থাকে more than Normal.

    প্রতিকার….

    -বেশি বেশি পানি পান করা

    -সহবাসের আগে ও পরে প্রস্রাব করে নেয়া

    -পানি খরচ করার সময় টিস্যু সামনে থেকে পিছনের ডিরেকশন ফলো করা

    -পরিষ্কার পরিচ্ছন্ন থাকা…

    -প্রস্রাব আটকে না রাখা..

    সিম্পটম দেখা দিলে অবশ্যই MBBS ডাক্তারের পরামর্শ নেয়া

    …..Dr. Rezbaul Hasan

Verified by MonsterInsights