Miliaria বা ঘামাচি কি? কেনো হয়? প্রতিকার কি….?

Miliaria বা ঘামাচি কি? কেনো হয়? প্রতিকার কি….?

𝐌𝐢𝐥𝐢𝐫𝐢𝐚 বা ঘামাচি হল একধরণের চর্মরোগ……

আমাদের ঘাম গ্রন্থির মুখ যখন ময়লা ও ব্যাক্টেরিয়ার জন্য বন্ধ হয়ে যায়,তখন আমাদের রেচনতন্ত্র ঠিকমত কাজ করতে পারে না এর ফলে ঘাম দেহ থেকে বের হতে পারে না।

কারন ত্বকের মৃতজীবি কোষ এবং ব্যাক্টেরিয়া (𝐒𝐭𝐚𝐩𝐡𝐲𝐥𝐨𝐜𝐨𝐜𝐜𝐮𝐬 𝐞𝐩𝐢𝐝𝐞𝐫𝐦𝐢𝐝𝐢s) ত্বকের লোমকূপের সঙ্গে লুকিয়ে থাকা ঘামগ্রন্থির মুখ বন্ধ করে দেয়।

ফলে ঘাম গ্রন্থির মুখ বন্ধ হয়ে লাল ফুসকুড়ি বা দানার আকারে ফুলে ওঠে এবং 𝐌𝐢𝐥𝐢𝐚𝐫𝐢𝐚 বা ঘামাচি তৈরি হয়।

ঘামাচি হলে চুলকানির পাশাপাশি জ্বালাপোড়া করতে পারে।

->বড়দের বেলায় ত্বকের যে সব স্থানে ভাঁজ পড়ে এবং কাপড়ের ঘষা লাগে, যেমন বগল, ঘাড়, কুঁচকি, কাঁধে, বুকে, পেটে, নাভির চারপাশে, পিঠে, হাতে ও রানে, অনেক সময় মুখেও হয়ে থাকে।

এবং শিশুদের ক্ষেত্রে সবত্রই হতে পারে।

অতিরিক্ত ঘামাচির ফলে বড় ধরণের ক্ষতি হতে পারে, যেমন Heat Cramping, Heat Syncope, Heat exhaustion এমনকি Heat Stroke ও হতে পারে।

Heat syncope যেমন… ব্লাড প্রেসার কমে যাওয়া,মাথা ব্যাথা, বমিবমি ভাব, অবসাদ, হার্টবিট বেড়ে যাওয়া ও তন্দ্রাহীন জটিলতা দেখা যেতে পারে।

কারন হল দেহের রেচন প্রক্রিয়া সম্পন্ন না হলে, দেহের বিষাক্ত ক্ষরিত পদার্থ 𝐬𝐰𝐞𝐚𝐭𝐢𝐧𝐠 𝐠𝐥𝐚𝐧𝐝 বন্ধ হওয়ার জন্য বের হতে পারবে না।

𝐌𝐢𝐥𝐢𝐚𝐫𝐢𝐚 𝐂𝐫𝐲𝐬𝐭𝐚𝐥𝐥𝐢𝐧𝐞
𝐌𝐢𝐥𝐢𝐚𝐫𝐢𝐚 𝐑𝐮𝐛𝐫𝐚
𝐌𝐢𝐥𝐢𝐚𝐫𝐢𝐚 𝐩𝐫𝐨𝐟𝐮𝐧𝐝𝐚

এরকম বিভিন্ন প্রকারভেদ লক্ষনীয়।

ঘামাচি থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই জেনে না বুঝে বিভিন্ন রকম টেলকম পাউডার ব্যবহার করেন।

সেক্ষেত্রে হিতেহীতে বিপরীত হওয়ার সম্ভবনা বেশি, ত্বকের মারাত্নক ক্ষতি হতে পারে।

ঘামাচি থেকে মুক্তি পাওয়ার জন্য
𝐂𝐚𝐥𝐚𝐦𝐢𝐧𝐞 𝐋𝐨𝐭𝐢𝐨𝐧
আক্রান্ত স্থানে লাগাবেন দিনে ২-৩ বার ৭-১০ দিন লাগানো যেতে পারে…এটা আপনাকে সুথিং ইফেক্ট দিবে।

𝐬𝐞𝐯𝐞𝐫𝐞 𝐜𝐨𝐧𝐝𝐢𝐭𝐢𝐨𝐧 এ 𝐥𝐨𝐰 -mid 𝐩𝐨𝐭𝐞𝐧𝐜𝐲 𝐭𝐨𝐩𝐢𝐜𝐚𝐥 𝐬𝐭𝐞𝐫𝐨𝐢𝐝 ক্রিম লাগতে পারে তাই Dermatologist বা স্কিন বিশেষজ্ঞের পরামর্শ নেয়া উচিত।

চুলকানি থাকলে, এন্টিহিস্টামিন যেমন Fexofenadine বা Rupatidine জাতীয় ওষুধ নিতে পারেন।

প্রতিকার……
->নরম ও সফট কাপড় পরিধান কর।

->রৌদ্রের কম যাওয়া।

->ঠান্ডা পানি দিয়ে নিয়মিত গোসল।
-> ডাস্টি পরিবেশ, গার্মেন্টস, ফ্যাক্টরি, ইট ভাংগা মেশিন সহ এরকম পরিবেশ এড়িয়ে চলতে হবে।
->ধুলা বালি ও ময়লা এভায়েড করা।
->বিভিন্ন প্রকার জিনিস দিয়ে শরীর চুলকানো থেকে বিরত থাকতে হবে।

বেনামী টেলকম পাউডার ব্যবহার করা থেকে বিরত থাকা শরীরের জন্য উপকারী।

Dr. Rezbaul Hasan royal

Show Comments (0) Hide Comments (0)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
Verified by MonsterInsights