Urinary Tract Infection (UTI)
মহিলাদের সবচেয়ে কমন একটি সমস্যা..
Female দের এই সমস্যা ছেলেদের থেকে বেশি হয়। কারন Female দের urethra ছোট হয় এবং এর অবস্থান vagina ও Anal কাছে থাকে। যেখান থেকে সহজেই জীবানু মুএনালীতে প্রবেশ করতে পারে ও Infection করে।
UTI এর কারণ….
-প্রস্রাব আটকে রাখার জন্য।
-প্রয়োজনে চেয়ে পানি কম খাওয়ার জন্য।
-রোগপ্রতিরোধ ক্ষমতা কমে গেলে যেমনঃ ডায়াবেটিস।
-অপরিষ্কার পানি ব্যবহার করা।
-Intercourse এর আগে ও পরে প্রস্রাব না করা।
-কিডনিতে পাথর।
-প্রস্রাবের পর ঐস্থান ভালোভাবে ও নিয়মমত পরিস্কার না করা।
-কোনো কারনে ক্যাথেটার ব্যবহার করলে।
-পরিস্কার পরিচ্ছন্নতার অভাব।
-যৌনবাহিত কোনো রোগ থাকলে।
-আগে একবার হয়েছিল কিন্তুু ঔষধের কোর্স ঠিকমতো
কম্পিলিট করা হয় নাই। ইত্যাদি…
Symptoms……
-প্রসাব এর সময় ; প্রশ্বাবের রাস্তায় জ্বালাপোড়া (Dysuria)
-প্রসাবের বেগ আসলে; ধরে রাখতে না পারা(Urgency)
-ঘন ঘন প্রসাব এর চাপ আসা(Urine Frequency)
-কোমড় থেকে তলপেটে ও ২ পাশে ব্যথা(Lion to grion pain)
-Urine আটকে থাকা
-বাজে তিক্ত গন্ধ থাকে অনেক সময়
-প্রসাবের colur Change হয়ে যায়
-Nausea & Vomiting
UTI এর লক্ষন গুলোর মধ্যে এগুলাই most Common….
এই লক্ষন গুলো দিয়েই মোটামুটি অনেক সময় UTI Diagnosis করা যায়।
পরীক্ষা….
-URINE R/M/E করে আমরা Confirm হতে পারি।
Urine R/M/E তে Pus cell
Epithelial cell Present থাকে more than Normal.
প্রতিকার….
-বেশি বেশি পানি পান করা
-সহবাসের আগে ও পরে প্রস্রাব করে নেয়া
-পানি খরচ করার সময় টিস্যু সামনে থেকে পিছনের ডিরেকশন ফলো করা
-পরিষ্কার পরিচ্ছন্ন থাকা…
-প্রস্রাব আটকে না রাখা..
সিম্পটম দেখা দিলে অবশ্যই MBBS ডাক্তারের পরামর্শ নেয়া
…..Dr. Rezbaul Hasan