একদিন এক লোক সক্রেটিস কে বললেন…..
“” আপনি কি জানেন আপনার বন্ধু সম্পর্কে? সে কি করেছে??””
সক্রেটিস তাকে থামিয়ে দিয়ে বললেন….আপনি যদি আমার তিনটি পরীক্ষায় পাস করেন তবে আমি আপনার কথা শুনবো……
তখন ঐ লোকটিকে সক্রেটিস ট্রিপল ফিল্টার টেস্ট করে নিলেন!
১। আপনি যা বলবেন তা কি সত্য????
লোকটি বললো…. আমি লোক মুখে শুনেছি, সত্য কিনা জানি না।
২। আপনি যা বলবেন তা কি ভালো কথা?
লোকটি বললো….না। ভালো নয় বরং খারাপ কিছু শুনেছি।
৩। আপনি যা বলবেন তা কি আমার কোন উপকারে আসবে???
লোকটি বললো…. না।
তখন, সক্রেটিস বললো……
আপনি আমার বন্ধু সম্পর্কে এমন কিছু বলবেন যা ভাল কথা নয় এবং সেটা সত্য কিনা তাও আপনি জানেন না।
এমনকি সেটা আমার কোন উপকারেও আসবে না।
সুতরাং এমন কথা আমি শুনতে চাই না।
আজ আমরাও কান কথায় বিশ্বাস করে আমাদের সুন্দর সম্পর্কগুলোকে নষ্ট করে দেই। যেটা আমাদেরও কষ্ট দেয় এবং আমাদের প্রিয়জনদেরও কষ্ট দেয়।
তাই…….আসুন কোন কথা শোনার আগে এই ট্রিপল ফিল্টারে ফেলে কথাটাকে যাচাই করে নিই…..। 🙂
Leave a Reply