৬০ বছরের এক বৃদ্ধ ডাক্টারের চ্যাম্বারে গেলো..

৬০ বছরের এক বৃদ্ধ ডাক্টারের চ্যাম্বারে গেলো।

ডাক্টার সাহেব পরীক্ষা নীরিক্ষা করে কিছু উপদেশ দিয়ে পাঠিয়ে দিলেন।

কয়েক দিন পর, ডাক্টার সাহেব ঐ লোকটিকে রাস্তায় একজন কম বয়সী সুন্দরী মহিলার হাত ধরে হাঁটতে দেখলেন।

এবং তারা দুজনেই খুব হাসিখুশি ছিলো।

আরো, কিছুদিনপর, ঐ লোকের সাথে দেখা হলে, ডাক্টার সাহেব বললেন….

“”আমার সত্যিই খুব ভালো লাগছে এটা জেনে যে, আপনি খুব ভালো আছেন””

বৃদ্ধ লোকটি ডাক্টার কে দেখে খুব খুশি হলো এবং ধন্যবাদ জানালো আর বললো,

ডাক্টার সাহেব আপনি সেদিন বললেন না যে…..

“”Get a hot mamma and be cheerful…””

আমি আপনার উপদেশমত চলেছি আর সেজন্যই আমি ভালো আছি।

এই কথা শুনে ডাক্টার সাহেব চোখ বড় বড় করে তাকালেন আর মাথায় হাত দিয়ে চেয়ার এ বসে পড়লেন আর বিড় বিড় করে বললেন, ওরে গাধারে গাধা……

আমি বলেছিলাম…..

“””you have got a heart murmur and be careful “””

……… 😛

Dr. Rezbaul Hasan

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
Would love your thoughts, please comment.x
()
x
Verified by MonsterInsights