স্বামী-স্ত্রী জোকস্

এক ধনকুবের তার তিন মেয়েকে বিয়ে দিলেন।
সব কিছুই ঠিকঠাক চলছিলো….হঠাৎ করে শ্বাশুড়ি র মাথায় একটা বুদ্ধি আসলো যে, তাকে তার জামাই রা কতোটা ভালোবাসে চেক্ করা দরকার…….
তিনি পরের দিন প্রথম জামাই কে ডাকলেন এবং তাকে নিয়ে নদীর পড়ে হাঁটতে বের হলেন….
হাঁটতে হাঁটতে হঠাৎ করে তিনি নদীতে লাফ দিলেন…….
প্রথম জামাই সাথে সাথেই নদীতে লাফ দিয়ে শ্বাশুড়ি কে বাঁচালেন।
পরের দিন, শ্বাশুড়ি আম্মা, সেই জামাই কে একটা world best bike “Kawasaki ninja H2R ” bike আর একটা মেসেজ পাঠেলন, Thank you son for saving my life…….
তারপর…..একিভাবে দ্বিতীয় জামাইকেও টেস্ট করলেন…….
দ্বিতীয় জামাইও সো ডেডিকেটেড। একিরকম সাতার কেটে শ্বাশুড়ি কে বাঁচালেন।
পরেরদিন, তাকেও Kawasaki ninja H2R bike আর একটা মেসেজ পাঠেন শ্বাশুড়ি আম্মা….thank you son for saving my life……
এরপর তৃতীয় জামাইকে ডাকলেন এবং বিকেল বেলা…. হাঁটতে গিয়ে নদী তে একিভাবে জাম্প দিলেন শ্বাশুড়ি আম্মা……..
তৃতীয় জামাই ছিলো কবি টাইপ….সে কোনোকিছু খেয়াল ই করলো না, কবিতা আবৃত্তি করতে করতে অনেক দূর গিয়ে….হঠাৎ পিছনে ফিরে দেখে শ্বাশুড়ি নাই…..সে ভাবলো বিরক্ত হয়েছে মনে হয়……তাই সে বাসায় চলে গেলো…….
পরেরদিন একটা Luxurious Audi car আর একটা চিরকুটে মেসেজ আসলো তার কাছে…..
“””‘Thank you son for saving my life….”””””…….. From..Your Father in law……

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
Would love your thoughts, please comment.x
()
x
Verified by MonsterInsights