ইনজেকশন দেয়ার ভয়ে এক রোগী বার বার দূরে সরে যাচ্ছিলো…..
তাই ডাক্টার সাহেব বুদ্ধি করে তাকে বললেন,
দেখুন আপনি একটু বিয়ার খেয়ে নিন, তাহলে আপনার ভয়টা কেটে যাবে আর সাহস বেড়ে যাবে……
রোগী এক বোতল বিয়ার পান করার পর…..
ডাক্টার : এবার আপনার কি সাহস বেড়েছে?
রোগী : অবশ্যই বেড়েছে। এবার দেখি কোন শালা আমারে ইনজেকশন দেয়??? ঘুসি মেরে নাক্ ফাটিয়ে দিবো……
এরপর, ডাক্টার সাহেব ভয়ে, ইনজেকশন নিয়ে দূরে সরে গেলেন…….. 😛
Leave a Reply