মনুষত্ববোধের অবক্ষয়…

যতোই দিন যাচ্ছে, মানুষের মাঝে অদ্ভূত কিছু পরিবর্তন আসতেছে।

মানুষ কেনো যেনো মানুষের মতো থাকছে না…..

এভাবে মনুষত্ববোধের অবক্ষয় চূড়ান্ত পর্যায়ে গেলে কি হবে জানি না….!

অনেক বড় বিষয়গুলো নিয়ে কথা বলার যোগত্যা অর্জন হয়নি, তাই ছোটো ছোটো কিছু উদাহরণ দেখে আসি….

রাস্তায় মানুষের ভিড় দেখে…কিছু মানুষ বলবে…

“” কি হয়েছে, কি হয়েছে??””

কেউ বললো “ভাই এ্যক্সিডেন্ট হয়েছে”

এর পরের প্রশ্নটা হবে… “” কেউ কি মারা গেছে??””

যদি উত্তর হয় না, তবে নিজের অজান্তেই বলবে… ও….

গাড়ির সাথে ধাক্কা লেগেছে তেমন কিছু হয়নি।

আর যদি, মারা যায়….?

তবে, আফসোস করবে ঠিকই…কিন্তু রাস্তায় যার সাথেই দেখা হোক্ বাড়িয়ে বাড়িয়ে বলে বেড়াবে…

আর সবাই যখন খুব মনোযোগ দিয়ে বিষয়টা শুনবে, সে বলতে আরো মজা পাবে।

হয়তোবা, কখনো স্কুলের বন্ধুদের জোক্স্ বলতে গিয়ে খেয়াল করেছিলেন যে সবাই যখন আপনার জোক্স মন দিয়ে শুনে হাসে ঠিক্ একিরকম আনন্দ আপনারও হয়…..

এরকম হাজারো উদাহরণ আছে…..

হসপিটালে ডাক্টার টেস্ট করতে দিলে, টেস্টের রিপোর্ট নর্মাল হলে, রোগীর লোকদের মনটা খারাপ হয়ে যায়….

কন্সিকুয়েন্স না বুঝে…নিজের অজান্তেই বিড় বিড় করে বলে….এতোগুলো টেস্ট করালাম কিন্তু কই কিছুই তো হলো না?

মানে কি? বড়ো কোন রোগ হলে কি তবে খুশি হতেন?

যাইহোক এই ব্যাপারগুলো
Sadistic personality disorder…অর্থাৎ
অন্যকে কষ্ট দিয়ে, কিংবা অন্যকে কষ্টের মধ্যে দেখে উদ্বেলিত হওয়া, আনন্দ উপভোগ করা……..এর অন্তর্ভূক্ত হবে কিনা জানি না…..

তবে, মানুষের মাঝে মনুষত্ববোধ ও মানবতা ফিরে আসুক এই কামনা করি…..

Dr. Rezbaul Hasan

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
Would love your thoughts, please comment.x
()
x
Verified by MonsterInsights