বাবা আর ছোট্ট ছেলের মধ্যে কথা হচ্ছে….
বাবা : আমার আব্বাজান কাকে বেশি ভালোবাসে? মা কে নাকি বাবা কে?
ছেলে : দুজনকেই ভালোবাসি।
বাব : একটু বেশি কাকে ভালোবাসো?
ছেলে : না, বাবা আমি দুজনকেই সামান ভালোবাসি।
বাবা, তখন ভাবলেন। নাহ্ এভাবে হবে না…..একটু ঘুরিয়ে পেঁপিয়ে বাজাতে হবে……..
বাবা : আচ্ছা, আব্বু বলো তো, বাবা যদি জাফলং ঘুরতে যায় আর মা যদি সেন্টমর্টিন ঘুরতে যায় তাহলে তুমি কোথায় যাবে……?
ছেলে : সেন্টমার্টিন যাবো….
বাবা : এই তো ধরা পড়ে গেছো। তুমি আম্মুর সাথে যাবে। তারমানে তুমি আম্মুকে বেশি ভালোবাসো…..
ছেলে : না বাবা, সে জন্য নয়। কারন জাফলং থেকে সেন্টমার্টিন বেশি সুন্দর……
বাবা, এবার একটু অভিমান করেই বললেন….
-> ঠিক আছে, বুঝলাম। এবার বলো, আমি যদি সেন্টমার্টিন যাই আর তোমার আম্মু যদি জাফলং যায় তাহলে তুমি কোথায় যাবে?????
ছেলে : জাফলং….যাবো….
বাবা, এবার হতাশ হয়ে বললেন, এবার তো প্রমাণ হয়েই গেলো যে, তুমি তোমার আম্মুকে বেশি ভালোবাসো।
কারন তুমি এবার জাফলং যাচ্ছো। যেখানে তোমার আম্মু যাচ্ছে…..
ছোট্ট ছেলেটি ঝট্পট্ উত্তর দিলো……..বাবা, তুমি ভুল বুঝতেছো। গতবার তো সেন্টমার্টিন গেলাম যখন তুমি জাফলং গিয়েছিলে। তাই এবার জাফলং যাবো…..বার বার একি জায়গায় যাওয়ার কি দরকার বলো…?
পিচ্চির কথা শুনে বাবা Coma য় চলিয়া গেলেন……
………. 😛
However, —Happy Mother’s day—
Leave a Reply