একদা এক রাজা অসুস্থ হলেন।
রাজ্যের সমস্ত হাকিম, কবিরাজ আর জ্যোতিষী দের আনা হলো….
চিকিৎসা চলছে, গণনা চলছে…..কিন্তু কোন উন্নতি নেই!
রাজা সুস্থ হচ্ছেন না।
মন্ত্রীসভাসহ সারা দেশের মানুষ পেরেশানিতে ছিলো।
পরে, অনেক গবেষণা করে এক মনীষী বললেন, রাজা কে সুখি মানুষের জামা পড়াতে হবে…..
তাহলেই তিনি সুস্থ হয়ে যাবেন।
সৈন্যদল ও মন্ত্রীকে নিয়ে রাজা বের হলেন তার রাজ্যের সুখি মানুষের খোঁজে…..
প্রথমে সমস্ত ধনীদের খুঁজলেন কিন্তু তারা কেউ সুখি ছিলো না।
সবাই হতাশ হলেন।
এরপর, মধ্যবিত্তদের মাঝে খুঁজলেন। কিন্তু না, তাদের ও কেউ সুখি ছিলো না।
পুরো রাজ্য খোঁজার পর, একজনও সুখি মানুষ পাওয়া গেলো না…..
রাজ্যের কেউ সুখি ছিলো না…..সবাই শুধু চাই, চাই, আরো চাই……..
চরম হতাশায় সৈন্যদল নিয়ে রাজা বনের মধ্য দিয়ে প্রাসাদে ফিরছিলো।
হঠাৎ তারা বনের মধ্যে এক কাঠুরে কে দেখতে পেলো, সে মনের সুখে গান গাইছে আর কাঠ কাটছে……
গায়ে কাপড় নেই, ছেঁড়া প্যান্ট পড়ে মনের সুখে গান গাইছে আর কাঠ কাটছে…..
তাকে যখন জিজ্ঞেস করা হলো…..সে সুখি মানুষ কিনা?
সে হাসিমুখে বললো, সে খুব সুখি! তার কোন চাওয়া-পাওয়া নেই! সে দিন আনে দিন খায়! না পেলে খায় না! বাট্ সে খুব সুখি……..
সবাই অবাক হয়ে গেলো…..দিন আনে দিন খায় একজন কাঠুরে হলো পুরো রাজ্যের সবচেয়ে সুখি মানুষ……..
মন্ত্রী তাড়াতাড়ি তাকে বাড়িতে গিয়ে তার একটি জামা আনতে বললো…..এবং সব ঘটনা খুলে বললো……
কাঠুরে পাশেই অদূরে একটি পাতায় ঘেরা ঘর দেখিয়ে দিলো।
আর সবচেয়ে দুঃখের খবরটি দিলো যে…তার কোন জামা নেই………
রাজার পা দুটো থর্ থর্ করে কেঁপে উঠলো….সমস্ত মন্তীসভার সদস্যরা কেঁদে উঠলো।
আকাশে বাতাসে পাখিদের গুন্জনে পুরো রাজ্য স্তব্ধ হয়ে গেলো………
….পুরো রাজ্যের একমাত্র সুখি মানুষ যার কোন জামা নেই……..
Dr. Rezbaul Hasan
Leave a Reply