পরীক্ষা থাকলে মেডিকেলীয় প্রেম অনেকটা ফিকে হয়ে যায়…….

সামনে পরীক্ষা থাকলে মেডিকেলীয় প্রেম অনেকটা ফিকে হয়ে যায়…….

পরের দিন পরীক্ষা, বিকেল বেলা প্রেমিকার ফোন….

-> হুম….বলো?

-> এই কি করো?

-> পড়তেছি….তুমি?

-> বারান্দায় বসে আছি….

-> ও…..

-> আজ আকাশটা অনেক সুন্দর, তাই না? গুড়ি গুড়ি বৃষ্টি, মৃদু হাওয়া…..উফ্…কেমন যেনো মন মাতানো আবহাওয়া!

-> ও…..আচ্ছা!

-> খালি আচ্ছা? কিছু তো বলো?

-> কি বলবো?

-> তুমি একদম রোমান্টিক না! রোমান্টিক কিছু বলো…..

-> Sudden onset of central chest pain with severe breathlessness…. নিয়ে আসলে may be left heart failure হতে পারে!

Sign পাবো Orthopnea, Gallop rhythm, pulsus alternus, আর Bilateral basal crepitation পাবো।
সাথে সাথে অক্সিজেন দিবো, তারপর ইসিজি করাবো, তারপর….সিউর হয়ে সিসিইউ তে পাঠাবো…..

-> ইমা! কি সব বলছো আবল তাবল….ধূর….

-> দেখো, এরচেয়ে রোমান্টিক হতে পারছি না এই মুহূর্তে। কারণ, একজন রোগী মারা যাচ্ছে তাকে বাঁচানোর মতো রোমান্টিক বিষয় আর কি হতে পারে বলো??

-> এই, বক্ বক্ বন্ধ করবে তুমি? মেজাজটা গরম করো না…..শোনো না…. বৃষ্টিতে ভিজবে???

-> না! কোন শখ্ নেই আমার জ্বর বাধানোর! পরীক্ষা চলছে…..

-> চলো না, প্লিজ….একটু ভিজলে কিছুই হবে না…..

-> শোনো, তুমি বৃষ্টিতে ভেজো, ইচ্ছে মতো….. জ্বর হলে ফোন দিও ওষুধ লিখে দিবো এনে খেয়ে নিও….এখন দয়া করে ফোন রাখো…..!

-> তুই একটা…..বিপ্ বিপ্….যা তোর পরীক্ষার সাথে প্রেম কর। আমাকে আর ফোন দিবি না।

ব্রেকআপ…. টুত্ টুত্….

-> হ্যালো… ধুর…পরীক্ষা শেষ হতে হতে যদি অন্য কাউকে বিয়ে না করে….তবে সরি বলে ঠিক করে নিবো….

………… 😛

Dr. Rezbaul Hasan

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
Would love your thoughts, please comment.x
()
x
Verified by MonsterInsights