এক লোক হন্তদন্ত হয়ে দাঁতের ডাক্টারের চ্যাম্বারে ঢুকলেন।
ডাঃ : কি সমস্যা বলুন…..
লোক : ডাক্টার সাহেব, আমার খুব তাড়া আছে! এনেস্থেসিয়া, ইন্জেকশান কোন কিছুর দরকার নাই! জাস্ট্ একটা টান দিয়ে দাঁত টা তুলে দিন তাড়াতাড়ি প্লিজ…
ডাঃ সাহেব অবাক হয়ে ঐ লোকের সাহসের খুব প্রশংসা করলেন!বাহ্, বাহ্……আপনি তো খুব সহসী লোক্…. তা কোন দাঁতটা তুলতে হবে বলুন…?
হঠাৎ ঐ লোক্ চ্যাম্বারের বাইরে বসা ওনার ওয়াইফ কে ডেকে এনে বলছেন….
“””তোমার কোন দাঁতটা তুলতে হবে দেখিয়ে দাও, ডাক্টার সাহেব কে….!”””
…………. 😛
Dr. Rezbaul Hasan

Leave a Reply