এক নেতার বাড়িতে একটা কথা বলা টিয়া পাখি ছিলো।
একদিন পাখিটি ঝড়ের রাতে হারিয়ে গেলো…..
পরের দিন থেকে নেতার ঘুম হারাম। হন্তদন্ত হয়ে বাংলাদেশের গোয়েন্দা বিভাগে গেলেন রিপোর্ট করতে…….
ডিবি পুলিশ জানালো, স্যার পাখি খুঁজে বের করা আমাদের কাজ নয়। আপনি লোকাল থানায় কথা বলেন।
নেতা…ঘামতে ঘামতে বললো, দেখুন আমি জানি এটা আপনাদের কাজ নয়। আমি শুধু এই টুকু জানাতে এসেছি যে, পাখিটা খুঁজে পাওয়ার পর, যদি কিছু বলে আমি সেগুলো অস্বীকার করছি।
Leave a Reply