কৌতুক

মানি ব্যাগে অনেক গুলো টাকা থাকলেও…..মা কিংবা ভাইয়ার কাছে ১০০ বা ২০০ টাকা নিয়ে আগের সেই স্কুল -কলেজের বাচ্চার মতো খরচ করতে ভালো লাগে……..। একটা অন্যরকম ফিলিংস কাজ করে….
সেই দিনগুলো ছিলো অন্যরকম।
কলেজ এ যাওয়ার সময় রিক্সা ভাড়া ১০০ টাকা নিয়ে বন্ধুদের সাথে বাসের পিছনের সিটে ২ টাকা ভাড়া দিয়ে যাওয়ার মজাই আলাদা ছিলো। আসা যাওয়ায় ৯৫ টাকা লাভের হিসেব করতাম আমরা তখন।
সেই টাকা দিয়ে মীরপুর ১০ নম্বর রাস্তার পাশে থেকে কিনতাম পছন্দের বইগুলো..শার্লক হোমস্, তিন গোয়েন্দা, মাসুদ রানা, ওয়েস্টার্ন বই গুলো….যেগুলোতে নানা রকম উপত্যকার, গাছ- গাছালি, জঙ্গল, জংলি, নদী-নালার গল্প থাকতো….টেক্সাস, বেকার স্ট্রিট, লন্ডন, টেমস্, প্যারিস….আরো কতো কি!
মাসিক রহস্য পত্রিকা পড়ে…. সময় কাটতো কতো…..শেষের পাতায় দেয়া টিকানায় কতো যে লেখা পাঠিয়েছিলাম তার কোন হিসেব নেই……..
সেই দিনগুলো আর নেই….নেই ফুটপাতে পুরোনো বই এর দোকানগুলো…..এখন সেখানে মেট্রোরেল এর স্প্যান বসানো হচ্ছে….ধুলো ময়লার শহরে কাঠ পুতুলের মানুষগুলো করোনার ভয়ে মাস্ক পরে ঘুরছে…চেনা মানুষ আজ কাল খুব একটা দেখা যায় না…ঢাকা শহরটা এখন বেশ অপরিচিত লাগে……

Dr.Royal

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
Would love your thoughts, please comment.x
()
x
Verified by MonsterInsights