কার কার সাথে এমন হয়েছে……

ফুটফুটে সুন্দর একটা বাবু। প্রস্রাব ক্লিয়ার হচ্ছে না, প্রিপিউস চিপকে পথ টা সরু হয়ে গেছে । ৪/৫ বছর বয়স হবে হয়তো। ভালো করে দেখে, Circumcision (মুসলমানি) করার জন্য কাউন্সেলিং করলাম। কারণ, খুব দ্রুত মুসলমানি করতে হবে নয়তো ইনফেকশন হয়ে যাবে…..

জুম্মার নামাজের পর বাবু কে পাঞ্জাবি টুপি পড়িয়ে ওর মা বাবা নিয়ে আসলো।

বাচ্চা কাছে এসে লম্বা করে সালাম দিলো, হাত মলাকাত করলো…..

খুব খুশি হলাম, কি ভদ্র বাচ্চা! মাশাল্লাহ। মনে মনে ভাবলাম বাচ্চা সহসী আছে, বেশি চিল্লাপাল্লা করবে না…..

ওটি তে নিয়ে প্যান্ট খুলে বেবি নিডেল দিয়ে যেই না লোকাল পুশ করলাম, ওমনি….শুরু হয়ে গেলো গালিগালাজ……

এই ডাক্তারের বাচ্চা….তোকে দেখে নিবো! তোর পিছে কুত্তা লাগিয়ে দিবো…ও মাগো, ও বাবাগো আর সব কেটে নিয়ে গেলো…সবাই তো হোহো করে হেসে দিলো….আমি তো ভয় ই পাচ্ছিলাম না জানি রাস্তাঘাটে দেখে চিনতে পারলে আবার কপালে বল ছুড়ে মারে…..

পকেট থেকে একটা ললিপপ বের করে বাচ্চার মুখে ঢুকিয়ে দিয়ে Alisklam device পড়িয়ে দিয়ে ঝটপট কাজ শেষ করে মলদ্বারে একটা ১২.৫ ভল্টালিন ঢুকিয়ে দিয়ে প্যান্ট পরিয়ে দিলাম….

যাওয়ার সময় সালাম দিলাম, সালাম তো নিলোই না, উল্টো ভয়ংকর লুক দিলো……🤣

Dr. Rezbaul Hasan royal

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
Would love your thoughts, please comment.x
()
x
Verified by MonsterInsights