চুল ঝড়ে পড়ার কারণ ও প্রতিকার…..

চুল ঝড়ে পড়ার কারণ ও প্রতিকার

যে চলে যাবার সে যাবেই তাকে শত চেস্টা করেও বেঁধে রাখা যাবে না….
প্রতিদিন গড়ে ৫০-১০০ টা চুল ঝরে পড়া স্বাভাবিক।
কিন্তু এর চেয়ে বেশি গেলে অস্বাভাবিক।
চুল পড়ার কারণ ঃ

জেনেটিক
মানসিক দু:চিন্তা
অনিদ্রা
অনিয়মিত মাসিক
ডায়াবেটিস, হরমোনাল ডিজিজ
গোসলের পানি আয়রণ ও লবণাক্ত থাকলে
ভিটামিন #ডিফেসিয়েন্সী থাকলে
অতিরিক্ত ফাস্টফুড খেলে
পানি কম পান করলে
ক্রনিক ডিজিস(ক্যান্সার, এইচ আইভি,টিবি)
মেডিকেশন ( ক্যান্সারের চিকিৎসা)
ড্যান্ড্রাফ্ট ও অন্যান্য ফাংগাল ইনফেকশন
আরো অনেক কারণ রয়েছে চুল পড়ার।

প্রতিকার কি?
প্রচুর #এন্টিওক্সিডেন্ট সমৃদ্ধি ফুড খাওয়া…
আর ভিটামিন ই,বি,সি, #বিটাকেরোটিন,জিংক সাপ্লিমেন্টারী খাওয়া যেতে পারে লং টাইম।

আর পৃথিবীতে একমাত্র আবিস্কৃত
চুলপড়ার পড়ার ট্রপিক্যাল,

Minoxidil
নিয়মিত সকাল ও বিকাল ৬ মাস ব্যবহার,
ভাল মানের এন্টিড্যাড্রাফ শ্যাম্পু ব্যবহার,
পর্যাপ্ত ঘুমানো ও প্রচুর ফলমুল খাওয়া প্রয়োজন,
পানি কম্পপক্ষে ২-৩ লিটার পান করা প্রয়োজন।
ধন্যবাদ


Dr. Rezbaul Hasan Royal

Show Comments (0) Hide Comments (0)
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
0
Would love your thoughts, please comment.x
()
x
Verified by MonsterInsights