এক ছেলে তার গার্লফ্রেন্ড কে নিয়ে রেস্টুরেন্ট এ গেলো…….
মেন্যু কার্ড দেখে অনেক গুলো খাবার অর্ডার করার পর পকেট এ হাত দিতেই ছেলেটি বুঝতে পারলো…অবস্থা বেশি ভালো না। কি করা যায়…….
ছেলে ঃ জানু…….তোমাকে খুব সুন্দর লাগছে জানো? আহা……ঠিক যেনো রেশমের মতো চুল, হরিণীর মতো চোখ, পাখির পালকের মতো কোমল তোমার হাত….শিশির শিক্ত সবুজ ঘাসের ওপর সকালের স্নিগ্ধ রোদের মতো তোমার মুখ………
মেয়ে ঃ খুব খুশি হলো…….এবং খাওয়ার বিলটা কোনোভাবেই ছেলেটিকে দিতে দিলো না……
তারপর, তারা একটি ক্যাব ভাড়া করে অনেক্ষণ ঘুরে বেড়ালো…..
ক্যাবের মিটারে বিল দেখে ছেলেটির মাথায় আবার দুষ্টু বুদ্ধি খেলে গেলো……
ছেলে ঃ এই শুনছো?
মেয়ে ঃ হুমমম…..বলো…..
ছেলে ঃ চোখের দিকে তাকিয়ে, তোমাকে দেখে মনে হচ্ছে, তুমি পৃথিবীর অষ্টম আশ্চর্য।
মেয়েটি চাপাবাজি বুঝতে পেরে…….
মেয়ে ঃ তাই নাকি! তাহলে আগের সাতজন কে কে ছিলো শুনি………
ছেলে ঃ কি যে বলো না, তুমি! নিচ্ছিদ্র সীমাহীন ঐ আকাশের মতো ভালোবাসি তোমাকে…….এমনকি তোমার জন্য মঙ্গল গ্রহেও যেতে পারি……
মেয়ে ঃ মঙ্গল গ্রহে যাওয়ার আগে ট্যাক্সির বিলটা পে করে যাও আর আকাশের ওজন স্তরে ফুটো হয়েছে সেটা জানা আছে তো নাকি?
Leave a Reply