বাবা গোসলে, মা রান্না ঘরে।
একমাত্র দুষ্ট ছোট্ট ছেলেটি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলো।
এমন সময় ঘণ্টা বাজল। ছেলে দৌড়ে গিয়ে দরজা খুলে দেখল, পাশের বাসার আঙ্কেল।
আঙ্কেল : ‘‘আমি তোমাকে ৫০০ টাকা দেব, যদি তুমি ১০ বার কান ধরে উঠবস কর।”
বুদ্ধিমান ছেলে চিন্তা করলো, প্রত্যেকবার কান ধরে ওঠাবসা করলেই ৫০ টাকা করে পাবে। কিছুক্ষণ চিন্তা করেই কান ধরে উঠবস শুরু করল।
শেষ হতেই আঙ্কেল ৫০০ টাকার নোট ছেলের হাতে ধরিয়ে দিয়ে চলে গেলেন।
বাবা বাথরুম থেকে বের হয়ে জিজ্ঞেস করলেন, “কে আসছিলো রে???”
“পাশের বাসার আঙ্কেল”
“ও…..আচ্ছা। গতকাল ৫০০ টাকা ধার নিয়েছিলো দিয়ে গেছে??”
ছেলে : অ্যাঁ…..কি্ কি্ কি?
বাবা : তোতলাচ্ছিস কেনো???
ছেলে : জ্বি জ্বি…. বাবা দিয়ে গেছে…….
Leave a Reply